শ্রমিক ছাঁটাইয়ের ক্ষেত্রে আইনের সঠিক প্রয়োগ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন শ্রম উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেছেন, শ্রমিকদের ছাঁটাই আইন ভেঙে করা যাবে না এবং শ্রম আইন আগামী মার্চের আগেই সংশোধন করা হবে।
রোববার (১০ নভেম্বর) সচিবালয়ে শ্রম মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ জানান, সংশোধিত আইনে নারী শ্রমিকদের জন্য মাতৃত্বকালীন ছুটি ১২০ দিনে উন্নীত করার উদ্যোগ নেওয়া হচ্ছে। এছাড়া প্রতিটি কারখানায় ডে কেয়ার সেন্টার স্থাপনের বিষয়টিও নিশ্চিত করা হবে।
বকেয়া বেতন পরিশোধ প্রসঙ্গে উপদেষ্টা বলেন, শ্রমিকদের বকেয়া পরিশোধ করা সরকারের দায়িত্ব নয়। যদি সরকার তা পরিশোধে এগিয়ে আসে, তবে রাজস্ব তহবিল খালি হয়ে যাবে। মালিকদের দায়িত্ব মনে করিয়ে দিয়ে তিনি বলেন, যারা বেতন পরিশোধ করছেন না তাদের জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্ট আটকানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে যাতে তারা বিদেশে পালাতে না পারেন।
তিনি আরও বলেন, “আগের মতো শ্রমিক মেরে সমস্যা সমাধানের চেষ্টা নয় বরং মালিকদের সহযোগিতার মাধ্যমে বেতন পরিশোধের ব্যবস্থা করছি। তবে তাৎক্ষণিক সমাধান কিছুটা জটিল।”
আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) এর সঙ্গে সম্পর্কের উন্নতি প্রসঙ্গে আসিফ বলেন, বাংলাদেশের অবস্থান এখন ইতিবাচক এবং আইএলও-র বিভিন্ন সদস্য রাষ্ট্র আমাদের সমর্থন জানিয়েছে, যা দেশের ভাবমূর্তি উন্নয়নে সহায়ক হবে।
মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম