মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া মহাসড়ক থেকে এক নারীর গুলিবিদ্ধ মরদেহ উদ্ধারের ঘটনায় ভোলা থেকে তৌহিদ শেখ তন্ময় নামে এক যুবককে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। সোমবার ভোরে ভোলার ইলিশা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ডিবি পুলিশের পরিদর্শক ইশতিয়াক আশফাক জানিয়েছেন, গ্রেপ্তার যুবকের দেওয়া তথ্যের ভিত্তিতে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থেকে হত্যায় ব্যবহৃত অস্ত্রটি উদ্ধার করা হয়েছে। তিনি আরও জানান, এই অস্ত্রটি গত ৫ আগস্ট ওয়ারী থানা থেকে লুট করা হয়েছিল।
তদন্তকারীরা জানিয়েছেন, তৌহিদ শেখ তন্ময় নিহত সাহেদা বেগমকে খাওয়ানোর কথা বলে মাওয়া এলাকার দিকে নিয়ে যায়। সেখানে তাকে গুলি করে হত্যা করে এবং মরদেহ ঢাকা-মাওয়া মহাসড়কে ফেলে রেখে পালিয়ে যায়।
গত শনিবার সকালে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে সাহেদা বেগম (২২) নামে এক তরুণীর গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের মা জরিনা বেগম বাদী হয়ে শ্রীনগর থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে একটি হত্যা মামলা করেন।
“মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম”