শিরোনাম

সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন দিতে হবে, নতুন ইসিকে ফয়জুল করীম

Views: 9

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম নতুন নির্বাচন কমিশনকে উদ্দেশ্য করে বলেছেন, “দেশে জুলুম, অত্যাচার, অবিচার এবং পেশি শক্তির ব্যবহার বন্ধ করতে আগামী নির্বাচনে সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে নির্বাচন দিতে হবে। যেখানে ভোট কোনো ব্যক্তিকে না দিয়ে, প্রতীককে দেওয়া হবে।”

শনিবার (২৩ নভেম্বর) বিকালে ভোলার চরফ্যাশন বাজারে ফ্যাশন স্কয়ারে ইসলামী আন্দোলন ভোলা জেলা দক্ষিণের আয়োজনে অনুষ্ঠিত গণ সমাবেশে তিনি এ কথা বলেন। সমাবেশটি ছাত্র-জনতার আন্দোলনে গণহত্যার বিচার, দুর্নীতিবাজদের গ্রেফতার ও সংখ্যানুপাতিক পদ্ধতিতে সংসদ নির্বাচন দেয়ার দাবিতে আয়োজন করা হয়।

ফয়জুল করীম বলেন, “এ দেশের মানুষ শুধুমাত্র একটা নির্বাচনের জন্য আন্দোলন বা সংগ্রাম করেনি, তারা তাদের মুক্তি, অধিকার ফিরিয়ে নেওয়ার জন্য এবং বৈষম্যহীনভাবে বসবাস করার জন্য জীবন দিয়েছে। কিন্তু একদল এই সুযোগে জুলুম, অত্যাচার, মিথ্যা মামলা, দখলদারি ও চাঁদাবাজি শুরু করেছে।”

তিনি আরও বলেন, “বাংলাদেশে বারবার সরকার পরিবর্তন হয়েছে, দল পরিবর্তন হয়েছে, কিন্তু মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। বহু শাসক দেখেছি, কিন্তু নীতি ও আদর্শের পরিবর্তন হয়নি। তেঁতুল গাছ লাগিয়ে মিষ্টি ফলের আশা করা যায় না, তেমনি চোরের মাধ্যমে চুরিমুক্ত দেশ হতে পারে না।”

এছাড়াও, ফয়জুল করীম ইসলামি হুকুমত কায়েমের প্রস্তাব দিয়ে বলেন, “ইসলামি হুকুমত কায়েম হলে আগামী ১০ বছরের মধ্যে দেশের সকল গরিব দরিদ্রসীমার উপরে চলে যাবে। সেখানে সবাই সমঅধিকার নিয়ে বসবাস করবে, এবং কোনো ধরনের জুলুম বা বৈষম্য থাকবে না। আমরা এমন একটি সমাজ গঠন করতে চাই, যেখানে শাসকরা জনগণের খাদেম হবে।”

সমাবেশে ইসলামী আন্দোলন ভোলা জেলা দক্ষিণের সভাপতি আলাউদ্দিন তালুকদারের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা সিরাজুল ইসলাম। গণসমাবেশে ইসলামী আন্দোলনের স্থানীয় নেতৃবৃন্দও বক্তব্য দেন।


মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *