বরিশাল অফিস :: দেশজুড়ে লুটপাট, অগ্নিসংযোগ, শিল্পীদের ওপর হামলা ও সংখ্যালঘুদের ওপর নিপীড়নের প্রতিবাদে নগরীতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টার দিকে নিপীড়ন বিরোধী মঞ্চ বরিশালের ব্যানারে অশ্বিনী কুমার টাউন হলের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বরিশালের বিভিন্ন মন্দিরের নেতৃবৃন্দরা অংশগ্রহণ করেন।
প্রতিবাদ সমাবেশে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের মহানগর শাখার সভাপতি ভানু লাল দে’র সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক গোপাল চন্দ্র সাহা, সহ-সভাপতি বিশ্বজিত ঘোষ বিশু, জেলার সাধারণ সম্পাদক সঞ্জয় কুমার চক্রবর্তী, প্রচার সম্পাদক গোবিন্দ্র সাহা প্রমুখ। শেষে বিক্ষোভ মিছিল বের করে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করা হয়।
সমাবেশে বক্তারা বলেন, সরকার পতনের পর থেকে সারাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা হচ্ছে, তাদের ঘরবাড়ি ভাঙচুর করা হচ্ছে। বক্তারা অন্তর্বতীকালীন সরকারের কাছে যারা এধরনের কাজে জড়িত তাদের কঠোর বিচারের দাবি করেন।