বরিশাল অফিস: জেলার গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নের সাহেবের চর হোসনাবাদ বাজারের খেয়াঘাটের টোল ঘরে যুবতীকে আটকে রেখে গণধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার প্রধান দুই আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-৮ এর সদস্যরা।
সোমবার সকালে র্যাবের মিডিয়া সেল সূত্রে জানা গেছে, র্যাব-৮ এর বিশেষ আভিযানিক দল সিনিয়র এএসপি মোঃ ফয়জুল ইসলামের নেতৃত্বে রোববার দিবাগত রাতে অভিযান চালিয়ে চাঞ্চল্যকর গণধর্ষণ মামলা দায়েরের ২৪ ঘন্টার মধ্যে প্রধান দুই আসামিকে গ্রেপ্তার করেছেন। গ্রেপ্তারকৃতরা হলো-সাহেবের চর গ্রামের নেছার উদ্দিন হাওলাদারের ছেলে ও গণধর্ষণ মামলার প্রধান আসামি জামাল হাওলাদার (৩৮) ও একই গ্রামের মৃত হারুন মৃধার ছেলে মিরাজ মৃধা (৪৫)। এর আগে একই মামলার আসামি রহমান হাওলাদারকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
এজাহারে জানা গেছে, গত ২৫ সেপ্টেম্বর রাতে মুলাদী উপজেলার নাজিরপুর গ্রামের ওই যুবতীকে সাহেবের চর হোসনাবাদ বাজারের খেয়াঘাটের দায়িত্বে থাকা জামাল হাওলাদার টোল ঘরে কৌশলে আটকে রাখেন। পরবর্তীতে তার তিন সহযোগীকে নিয়ে জোরপূর্বক ভয়ভীতি দেখিয়ে রাতভর ওই যুবতীকে পালাক্রমে ধর্ষণ করা হয়। ওই ঘটনায় নির্যাতিতা যুবতীর মা বাদি হয়ে গৌরনদী মডেল থানায় একটি মামলা দায়ের করেন।