সরকার শিক্ষার্থীদের কোনো ধরনের সংঘর্ষে না জড়িয়ে শান্ত থাকার আহ্বান জানিয়েছে। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, কোনো সংঘর্ষের পেছনে যদি কোনো ধরনের ইন্ধন থাকে, তবে তা কঠোর হাতে দমন করা হবে।
রাজধানীতে কয়েকটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় প্রধান উপদেষ্টা শফিকুল আলম এই মন্তব্য করেন। তিনি বাসসকে বলেন, “সম্প্রতি বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে সংঘর্ষের ঘটনা ঘটেছে, সরকার এই বিষয়টি পর্যবেক্ষণ করছে। আমরা শিক্ষার্থীদের শান্ত থাকার আহ্বান জানাচ্ছি এবং সংঘর্ষে না জড়িয়ে নিজেদের পড়াশোনায় মনোযোগী হওয়ার পরামর্শ দিচ্ছি।”
তিনি আরো বলেন, “এ ধরনের সংঘর্ষের পেছনে কোনো প্ররোচনা বা ইন্ধন থাকলে তা খতিয়ে দেখা হচ্ছে। আমাদের দৃঢ় অবস্থান হলো, দেশের শিক্ষা প্রতিষ্ঠানসহ কোনো অঙ্গনে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করা হলে তা কঠোরভাবে দমন করা হবে।”
এদিকে, আজ (২৫ নভেম্বর) রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল কলেজ এবং ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এর আগে গতকাল (২৪ নভেম্বর) বাংলাদেশ ইউনিভার্সিটি অব টেক্সটাইল (বুটেক্স) এবং ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
সরকারের পক্ষ থেকে এসব সংঘর্ষের কারণ এবং তার পেছনের চক্রান্ত খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়েছে।
মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম