বাংলাদেশের সংবিধান থেকে ধর্মনিরপেক্ষতা বাতিলের দাবি করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।
বুধবার (১৫ জানুয়ারি) রাতে পটুয়াখালীর ঝাউতলার শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি তোলেন। পটুয়াখালী জেলা শাখার সভাপতি মাওলানা আব্বাস আলীর সভাপতিত্বে এ সমাবেশে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মহাসচিব মাওলানা জালাল উদ্দিন আহমেদসহ স্থানীয় নেতৃবৃন্দ।
মামুনুল হক বলেন, “মুক্তিযুদ্ধের সময় ধর্মনিরপেক্ষতার কথা বলা হয়নি। ১৯৭১ সালে অর্জিত এই ভূখণ্ডে কোরআনের শাসন প্রতিষ্ঠার প্রতিশ্রুতি ছিল। কিন্তু স্বাধীনতার পর, সংবিধানে ধর্মনিরপেক্ষতা অন্তর্ভুক্ত করে জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছে।”
তিনি দাবি করেন, “ভারতীয় প্রভাবের কারণে বাংলাদেশের জনগণের ন্যায্য অধিকার হরণ করা হয়েছে।”
মামুনুল হক অতীতের রাজনৈতিক সহিংসতার নিন্দা জানিয়ে নিরপেক্ষ সরকার ও সুষ্ঠু নির্বাচনের জন্য প্রশাসনের পুনর্গঠনের আহ্বান জানান। তিনি পাচারকৃত অর্থ ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়ার উপরও জোর দেন।
তিনি আরও বলেন, “১৯৭৫ সালের ১৫ আগস্টের পর আন্তর্জাতিক গণমাধ্যমে শেখ হাসিনার দেওয়া বক্তব্যের মাধ্যমে দেশবাসীর ওপর প্রতিশোধ নেওয়ার ইঙ্গিত স্পষ্ট হয়েছিল। আওয়ামী লীগ দেশের জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে।”
মামুনুল হক উল্লেখ করেন, “বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দল যেমন আন্দোলনের মুখে ক্ষমতা ছেড়ে দিয়েছে, তেমনি শেখ হাসিনা পালিয়ে গিয়ে দেশের জনগণকে প্রতিশোধের শিকার করেছে।”
মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম