শিরোনাম

“সংবিধান সংস্কার প্রক্রিয়ায় ড. কামাল হোসেনের ইতিবাচক মনোভাব”

Views: 25

চন্দ্রদ্বীপ ডেস্ক ::সংবিধান সংস্কার প্রক্রিয়ায় আস্থা প্রকাশ করেছেন বাংলাদেশের প্রখ্যাত আইনজীবী এবং সংবিধান বিশেষজ্ঞ ড. কামাল হোসেন। আজ, ২ নভেম্বর, তিনি রাজধানী ঢাকার মতিঝিল এলাকার নিজ কার্যালয়ে সংবিধান সংস্কার কমিশনের সদস্যদের সঙ্গে বৈঠক করেন। কমিশনের প্রধান আলী রীয়াজের নেতৃত্বে সদস্যরা ড. কামালকে সৌজন্য সাক্ষাৎ করতে আসেন।

ড. কামাল হোসেন বলেন, “সংবিধানকে সমসাময়িক করার প্রয়োজনীয়তা অনুভব করছি।” তিনি সংবিধানকে সময়োপযোগী করে তোলার প্রক্রিয়ার উপর গুরুত্বারোপ করেন। বৈঠকের সময় ড. কামাল ১৯৭২ সালে সংবিধান প্রণয়ন কমিটির প্রধান হিসেবে তাঁর দায়িত্বের কথা স্মরণ করেন এবং বর্তমান প্রেক্ষাপটে নতুন সংস্কারের প্রয়োজনীয়তা তুলে ধরেন।

এদিকে, কমিশনের সদস্যরা সংবিধান সংস্কার প্রক্রিয়ার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। ড. কামাল হোসেন উপস্থিত সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং তাঁদের উদ্যোগের প্রশংসা করেন।

তিনি আশা প্রকাশ করেন যে, এ বৈঠক সংবিধান সংস্কারের জন্য একটি ইতিবাচক ধারা সৃষ্টি করবে এবং জনগণের স্বার্থে আরও কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে। সংবিধান সংস্কার কমিশন, বাংলাদেশের গণতন্ত্র ও আইনের শাসনকে শক্তিশালী করার লক্ষ্যে কাজ করছে, যা দেশের সামগ্রিক উন্নয়ন এবং স্থিতিশীলতা নিশ্চিত করতে সহায়ক হবে।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *