শিরোনাম

সংস্কারের অভাবে বরিশালের পোর্টরোড সড়কের বেহাল দশা

Views: 55

বরিশাল অফিস :: সামান্য বৃষ্টি হলেই কাদাপানিতে একাকার। সংস্কারের অভাবে বিপদজনক হয়ে পড়েছে বরিশালের বাণিজ্যিক এলাকায় পোর্ট রোড সড়ক বর্তমানে দেখে কোন চেনার উপায় নেই এটি ব্যস্তময় বাণিজ্যিক এলাকার চিত্র। প্রতিদিন হাজার হাজার যানবাহন ও মানুষের পদচরণায় মুখরিত থাকা সড়কটি বেহাল দশায় পরিণত হয়েছে।

বড় বড় খানাখন্দে ভরা এর সড়ক দিয়ে চলাচল করতে গিয়ে নাকাল হতে হচ্ছে নগরবাসীকে প্রায় যানবাহন উল্টে দুর্ঘটনার লেগেই থাকে। ইতিমধ্যে আহত হয়ে শিশু সহ বেশ কয়েকজনকে মেডিকেলে চিকিৎসা নিয়েছেন। তবুও সড়কটি সংস্কারে কোনো দৃষ্টি নেই বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষের।

দীর্ঘদিন সংস্কারের অভাবে কার্পেটিং উঠে গিয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে কয়েকটি স্থানে বড় বড় গর্ত তৈরি হওয়ায় বছরের বেশি সময় পানি আটকে থাকে। বর্ষা এলেই ভোগান্তি আরো চরমে ওঠে এই সড়ক দিয়ে সাধারণ মানুষের চলাচলের পাশাপাশি পোট রোড বাজারের পণ্য পরিবহনের গাড়ি ও গড়ে পাঁচ থেকে ছয় শতাধিক ব্যাটারিচালিত অটোরিকশাসহ শত শত বাস ট্রাক ছোট-বড় বিভিন্ন যানবাহন চরম ঝুঁকি নিয়ে চলাচল করছে। দীর্ঘদিন এই ভোগান্তি লাগবে সড়কটি দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন নগরবাসী।

এই সড়কটি দুর্ভোগের কারণে বাণিজ্যিক এলাকা পোরোডেও ব্যবসায়ীদের হচ্ছে ক্ষতি।

পোর্ট রোডের ব্যবসায়ীরা জানান, সড়কটির অবস্থা খুবই খারাপ হওয়ায় ক্রেতা সাধারণের যাতায়েত কমছে। ফলে ব্যবসায়ীদের ক্ষতির মুখে পড়তে হচ্ছে প্রতিনিয়ত। তাই দ্রুত সময়ের মধ্যে সড়কটির সংস্কারের দাবী জানান ব্যবসায়ীরা।

সরে জমিনে দেখা গেছে, সড়কটির মাঝে মাঝে বিশাল বিশাল গর্তে পরিণত হয়েছে। বৃষ্টির পানি জমে থেকে নালায় পরিণত হয়েছে। সড়কটির দুই সাইডে ড্রেনেজ ব্যবস্থা না থাকায় পানিও নামতে পারছে না ঠিকমত। ফলে সড়কটি এখন মরণফাদে পরিণত হয়েছে।

একজন অটোচালক আসলাম হোসেন জানান, কয়েকদিন পূর্বে একটি অটো উল্টে পড়ে যায়। অটোতো থাকা দুজন যাত্রী গুরুতর আহত হয়। তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার জানায় একজনের হাত ভেঙে গেছে। ওই চালক বলেন কত টাকা জরিমানা দেয়া যায় একজন অটো চালক হিসেবে। আমরা এই দুর্ঘটনার হাত থেকে পরিত্রাণ চাই। দ্রুত সড়কটির সংস্কারের দাবি জানান তিনি। এরকমের দুর্ঘটনা প্রতিদিন ঘটছে বলে জানান স্থানীয়রা।

পথযাত্রী হিসেবে দেখা হয়েছিল মহানগর ছাত্রদলের সভাপতি রেজাউল করিম রনির সাথে। এ সময় তিনি বলেন, ১৫ বছরের লিবিস্টিক মার্কা উন্নয়নের চরম উদাহরণ হচ্ছে পোর্ট রোড। তিনি বলেন সম্প্রতি এই সড়কের কাজ হয়েছিল মাত্র কয়েক মাসের ব্যবধানে সড়কটি বেহাল দশায় পরিণত হয়েছে। তিনিও সড়কটির সংস্কারের দাবি জানান।

পোর্ট রোডে বাজার করতে আসা সুমন নামের এক যুবক বলেন, সপ্তাহে দু-তিন দিন বাজার করতে আসা হয় এখানে। সড়কটির এমন অবস্থা যে বাজার করে বাসায় গিয়ে করতে হয়। কর্তৃপক্ষের উচিত সড়কটির দ্রুত সংস্কার করা।

বাংলাদেশ নদী বন্দর কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এর সহকারি প্রকৌশলী মোহাম্মদ আবু সালেহ সাগর জানান, বরিশাল নগরীর পোর্ট রোডের ৪০৪ মিটার সড়ক সংস্কার ও নতুন নির্মাণের জন্য ৬ কোটি টাকার প্রকল্প পাঠানো হয়েছে।

তবে,সাধারণ মানুষের ভোগান্তি নিরসনে সংস্কারের দ্রুত উদ্যোগ নেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এমনটি প্রত্যাশা বরিশালবাসী।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *