পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, আমাদের দেশের সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করতে জাতীয় ঐকমত্য গড়ে তুলতে হবে। তিনি আরও বলেন, প্রয়োজনে কিছুটা ছাড় দিতে হলেও, ঐকমত্য প্রতিষ্ঠার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে।
শুক্রবার (২৭ ডিসেম্বর) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে ‘ঐক্য, সংস্কার, নির্বাচন’ শ্লোগানে এবং ‘ঐক্য কোন পথে’ শিরোনামে আয়োজিত জাতীয় সংলাপ ২০২৪ এর সংলাপ অধিবেশনে এ বক্তৃতা দেন পরিবেশ উপদেষ্টা। তিনি বক্তৃতায় বলেন, ‘‘ঐক্য বলতে কেবল রাজনৈতিক দলগুলোর একত্রিত হওয়া বোঝায় না, বরং সমাজের প্রতিটি ক্ষেত্রে ঐক্য প্রয়োজন।’’
তিনি আরও বলেন, ‘‘সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য, রাজনৈতিক সংস্কারের জন্য এবং তরুণ প্রজন্মের চাহিদার আলোকে রাষ্ট্র পরিচালনায় অংশগ্রহণের জন্য ঐক্য জরুরি। জনগণের মতামতের প্রতিফলন ঘটানোর জন্য সকলের মতৈক্য অর্জন করতে হবে।’’
রিজওয়ানা হাসান যোগ করেন, ‘‘যদি আমরা সংস্কারের বিষয়ে একমত হই, তাহলে একে অপরকে প্রতিপক্ষ হিসেবে দেখার কোনো প্রয়োজন নেই। তবে কী ধরনের সংস্কার প্রয়োজন, কে তা করবে, কতটুকু সময়ের মধ্যে তা বাস্তবায়িত হবে, এইসব সিদ্ধান্ত আগামী দিনে আমাদের নিতে হবে।’’
তিনি বলেন, ‘‘এবার যদি সংস্কারের ক্ষেত্রে কোনো ধরনের পরিহার করা হয়, তাহলে তা রাজনৈতিক স্থিতিশীলতার জন্য অশনি সংকেত হতে পারে। জনগণের প্রত্যাশা পূরণ না হলে রাজনৈতিক জটিলতার মধ্যে পড়তে হবে, যা দেশের জন্য ক্ষতিকর।’’
পাশাপাশি, তিনি বলেন, ‘‘সংস্কার কেবল কাগজে কলমে করলে হবে না, তার বাস্তব চর্চা দরকার যাতে জনগণ এর সুফল পায়। নেতৃত্বে পরিবর্তন হলে সব কিছু পরিবর্তিত হবে না, বরং এটি বাস্তবায়নের প্রতি নিবিড় দৃষ্টি রাখতে হবে।’’
শেষে তিনি বলেন, ‘‘রাজনীতি এবং বৈষম্যহীনতা দূর করার যাত্রা সহজ হবে না। আমাদের ধৈর্য্যের সঙ্গে কঠিন পথ পার করতে হবে। তবে আমি আশাবাদী, এ সরকার যে সংস্কার কার্যক্রম পরিচালনা করছে, তা দেশের জন্য ভালো ফল বয়ে আনবে।’’
“মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম”