অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি একই সঙ্গে চলবে। তবে নির্বাচনের প্রস্তুতি নির্বাচন কমিশনের দায়িত্ব, আর সংস্কারে অংশগ্রহণ করতে হবে সকল নাগরিককে।
শুক্রবার (২৭ ডিসেম্বর) সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন, বাংলাদেশে (কেআইবি) জাতীয় সংলাপে ভিডিও বার্তায় তিনি এ কথা বলেন। ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ (এফবিএস) আয়োজিত এ সংলাপের মূল বিষয় ছিল ঐক্য, সংস্কার ও নির্বাচন।
প্রধান উপদেষ্টা বলেন, “ভোটাররা তো অংশ নেবেনই, ভবিষ্যতের ভোটারদেরও সংস্কারে অংশ নিতে হবে। নাগরিকদের মতামতকে সহজ করতে সংস্কার কমিশন কাজ করছে। জানুয়ারিতে তাদের প্রতিবেদন পাওয়া যাবে।”
তিনি আরও বলেন, “আমি মনে করি, ভোটার হওয়ার বয়স ১৭ বছর নির্ধারণ করা উচিত। তবে নির্বাচন সংস্কার কমিশনের সুপারিশ এবং জনমতই চূড়ান্ত সিদ্ধান্ত হবে।”
জুলাই গণঅভ্যুত্থানের কথা স্মরণ করে ড. ইউনূস বলেন, “গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা নতুন রূপান্তর পর্বে প্রবেশ করেছি। শহীদ ও আহতদের প্রতি জাতি চিরঋণী। তাদের আত্মত্যাগ আমাদের জন্য প্রেরণা হয়ে থাকবে।”
তিনি নতুন বাংলাদেশের সম্ভাবনা উল্লেখ করে বলেন, “এই পরিবর্তন দ্রুত কার্যকর করতে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পেছনে ফেরার কোনো সুযোগ নেই।”