শিরোনাম

 সচিবালয়ের অগ্নিকাণ্ডের পরিপ্রেক্ষিতে তথ্য মন্ত্রণালয়ের নিরাপত্তা সম্পর্কিত নির্দেশনা

Views: 8

বাংলাদেশ সচিবালয়ের ৭ নং ভবনে সম্প্রতি ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনার প্রেক্ষিতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, এর আওতাধীন দপ্তর এবং সংস্থাগুলোর জন্য নিরাপত্তা ব্যবস্থা  ও পর্যালোচনার নির্দেশনা দেওয়া হয়েছে। মন্ত্রণালয় থেকে পাঠানো নির্দেশনায় নিম্নলিখিত বিষয়গুলো কার্যকর করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা প্রদান করা হয়েছে।

প্রথমত, সংশ্লিষ্ট স্থাপনায় একটি কার্যকর নিরাপত্তা কমিটি গঠনের জন্য অনুরোধ জানানো হয়েছে। যদি কোন কমিটি না থাকে, তাহলে আগামীকালই একটি নতুন কমিটি গঠন করে তার কার্যক্রম শুরু করার নির্দেশনা দেওয়া হয়েছে। কমিটির সদস্যরা নিয়মিতভাবে নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করবেন এবং কোনো ত্রুটি দেখা দিলে দ্রুত সমাধান করবেন।

দ্বিতীয়ত, সিসিটিভি ক্যামেরাগুলো কার্যকর অবস্থায় আছে কিনা তা পরীক্ষণ করা এবং প্রয়োজনে দ্রুত সেটি সচল করার জন্য ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়াও, নিরাপত্তা ব্যবস্থায় নিয়োজিত জনবলের উপর মনিটরিং বাড়ানো এবং প্রবেশ পথে এন্ট্রি রেজিস্টার বাধ্যতামূলকভাবে পূরণ করার কথা বলা হয়েছে।

তৃতীয়ত, কেপিআই স্থাপনা গুলো পরিদর্শন করা এবং অগ্নি নির্বাপক ব্যবস্থা যেমন ফায়ার এলার্ম, স্প্রিংকলার সঠিকভাবে কাজ করছে কিনা তা পরীক্ষা করতে বলা হয়েছে। প্রয়োজন হলে নিকটস্থ ফায়ার সার্ভিসের সহায়তা গ্রহণ করারও পরামর্শ দেওয়া হয়েছে।

অগ্নিকাণ্ড পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য ফায়ার এক্সটিংগুইশার ব্যবহারের প্রশিক্ষণ প্রদান, ফায়ার এক্সিটের সঠিক অবস্থান ও যোগাযোগের নাম্বার সম্পর্কে সংশ্লিষ্টদের প্রশিক্ষণ দেওয়ার জন্য ফায়ার সার্ভিসের কর্মীদের উপস্থিতিতে মহড়া আয়োজনের নির্দেশনা দেওয়া হয়েছে।

অফিস সময়ের পরে ভবন সঠিকভাবে লক করা হচ্ছে কিনা, চাবী কার কাছে রয়েছে এবং নাইটগার্ডের ডিউটি সঠিকভাবে পালন করা হচ্ছে কিনা তা তদারকি করার নির্দেশনা দেওয়া হয়েছে।

এই সমস্ত পদক্ষেপগুলোর মাধ্যমে সচিবালয় ও সংশ্লিষ্ট দপ্তরগুলোর নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী এবং কার্যকর করা হবে।

মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *