বরিশালের কাগাশুরা এলাকায় স্থানীয় জনতা দুটি ট্রাক আটক করেছে, যা তারা সচিবালয়ের নথিপত্র ভেবে সন্দেহ করেছিল। এই ঘটনা ঘটে শুক্রবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায়, যখন ট্রাক দুটি বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের পুরনো কাগজপত্র নিয়ে যাচ্ছিল।
শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলাম জানিয়েছেন, ওই কাগজপত্র ও কিছু কাঠের ভেঙে যাওয়া মালামাল পুড়িয়ে ফেলার জন্য ময়লা খোলাতে পাঠানো হচ্ছিল। তবে ট্রাক চালকরা মালামাল বিক্রি করতে চাচ্ছিলেন, যার কারণে তারা নির্দিষ্ট গন্তব্যে না গিয়ে অন্যত্র চলে যাচ্ছিলেন। স্থানীয়রা সন্দেহে ট্রাক দুটি আটক করে এবং পরে নির্বাহী প্রকৌশলী ঘটনাস্থলে গিয়ে তাদের বুঝিয়ে ট্রাকগুলো ফেরত নিয়ে আসেন।
কাউনিয়া থানার পুলিশ সদস্য আনিসুর রহমান জানান, স্থানীয় জনতা কাগজপত্র দেখে সেগুলো ঢাকা সচিবালয়ের কাগজ বলে সন্দেহ করেছিল। তবে পরে তল্লাশি করে কিছু আপত্তিকর কাগজপত্র পাওয়া যায়নি, ফলে ট্রাক দুটি ছেড়ে দেওয়া হয়।
কাগাশুরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জিয়াউল ইসলাম সাবু বলেন, ট্রাক দুটি বিভিন্ন অফিসিয়াল কাগজপত্র নিয়ে ঘোরাফেরা করছিল, যা স্থানীয়দের সন্দেহ সৃষ্টি করে। পরে নির্বাহী প্রকৌশলী এসে কাগজপত্র নিয়ে যাওয়ার পর ট্রাক দুটি ছেড়ে দেওয়া হয়।
মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম