চন্দ্রদ্বীপ ডেস্ক: সচিবালয়ের ৭ নম্বর ভবনে অগ্নিকাণ্ডকে ভয়াবহ ও নজিরবিহীন আখ্যায়িত করে এ ঘটনায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর গুরুত্বপূর্ণ নথি ও অবকাঠামো পুড়ে নষ্ট হয়ে যাওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতীয় নাগরিক কমিটি। এ ঘটনাকে ‘পরিকল্পিত ষড়যন্ত্র’ বলে মনে করে তারা।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জাতীয় নাগরিক কমিটি এ কথা বলেছে। সংগঠনের পক্ষ থেকে জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন বিজ্ঞপ্তিটি পাঠান।
বিজ্ঞপ্তিতে সচিবালয়ের আগুন নেভাতে গিয়ে সোয়ানুর জামান নামের ফায়ার সার্ভিসের এক সদস্যের ট্রাকচাপায় মৃত্যুতে গভীর শোক এবং নিহতের পরিবারের প্রতি সমবেদনাও জানিয়েছে জাতীয় নাগরিক কমিটি।
জাতীয় নাগরিক কমিটির বিজ্ঞপ্তিতে বলা হয়, সচিবালয়ের মতো একটি নিরাপত্তাবেষ্টিত স্থানে এ ধরনের ভয়াবহ অগ্নিকাণ্ড পতিত ফ্যাসিবাদী শক্তিদের ষড়যন্ত্র বলেই আমরা মনে করি। এ ঘটনায় দেশের নিরাপত্তা পরিস্থিতির যথেষ্ট অবনতির চিত্র ফুটে উঠেছে। এ ঘটনার পরে দেশের গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় স্থাপনাগুলোর নিরাপত্তা জোরদার করা উচিত। এই আগুনের ঘটনার সুষ্ঠু ও বস্তুনিষ্ঠ তদন্ত করে বিচারের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার জোর দাবি জানায় জাতীয় নাগরিক কমিটি।