রাজধানীর সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় পাঁচটি মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ নথি পুড়ে গেছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নথি অনলাইনে সংরক্ষিত থাকায় সেগুলো উদ্ধার সম্ভব। তবে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পুড়ে যাওয়া নথি পুনরুদ্ধারে সময় লাগবে। তিনি আরও বলেন, পিরোজপুরের একটি প্রকল্পে অর্থ লোপাটের প্রাথমিক প্রমাণসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি আগুনে ধ্বংস হয়েছে।
পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, এই অগ্নিকাণ্ড সরকারের জন্য গুরুত্বপূর্ণ শিক্ষা। রাষ্ট্রের নিরাপত্তা ও গুরুত্বপূর্ণ নথি রক্ষার জন্য দ্রুত ব্যবস্থা নেওয়া প্রয়োজন। এই ঘটনাকে কেন্দ্র করে স্বরাষ্ট্র সচিবের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে।
সরকারের নির্দেশে কমিটিকে তিন দিনের মধ্যে প্রাথমিক প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। কমিটিতে সিনিয়র সচিব, ফায়ার সার্ভিসের মহাপরিচালক, সশস্ত্র বাহিনীর ফায়ার বিশেষজ্ঞ এবং বুয়েটের তিনজন বিশেষজ্ঞ রয়েছেন।
সচিবালয়ের এই আগুনে প্রশাসনিক অব্যবস্থাপনার বিষয়টিও উঠে এসেছে। জরুরি সভায় রাষ্ট্রের গুরুত্বপূর্ণ নথিপত্র সংরক্ষণে ডিজিটালাইজেশনের ওপর জোর দেওয়া হয়।
নিরাপত্তা ব্যবস্থার ঘাটতির ফলে এমন দুর্ঘটনা বারবার ঘটছে বলে উল্লেখ করেন পরিবেশ উপদেষ্টা। তদন্ত শেষে দায়ীদের চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান সংশ্লিষ্টরা।