সচিবালয়ের নিরাপত্তা জোরদার করতে অস্থায়ী প্রবেশ পাস বাতিল করা হয়েছে। স্থায়ী প্রবেশ পাস এবং সরকারি কর্মকর্তাদের জন্য ইস্যুকৃত নির্ধারিত পাস ছাড়া বেসরকারি ব্যক্তিরা প্রবেশ করতে পারবেন না।
শুক্রবার (২৭ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করা হয়। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী এতে সই করেছেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন কার্ডের মাধ্যমে সচিবালয়ে প্রবেশ সাময়িকভাবে বন্ধ থাকবে। বাতিল হওয়া বিভিন্ন ক্যাটাগরির পাসধারীরা আগামী ১৫ দিনের মধ্যে ঢাকার ১৫ আব্দুল গণি রোডে স্থাপিত বিশেষ সেলে নতুন পাসের জন্য আবেদন করতে পারবেন।
সচিবালয়ের সাম্প্রতিক অগ্নিকাণ্ডের কারণে নিরাপত্তা বিঘ্নিত হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা ফয়সল হাসান বলেন, “এই সিদ্ধান্ত সাময়িক। পরবর্তী নির্দেশনা অনুযায়ী সাংবাদিকদের আগের মতো প্রবেশাধিকার দেওয়া হবে।”
মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম