স্মার্টফোন আমাদের জীবনের অপরিহার্য অংশ হয়ে উঠেছে। কিন্তু অনেক সময় আমরা সন্তানদের হাতে ফোন তুলে দিই। এতে তারা না বুঝেই জরুরি মেসেজিং অ্যাপ বা সোশ্যাল মিডিয়ায় ঢুকে পড়তে পারে। এ ধরনের সমস্যা এড়াতে স্মার্টফোনে থাকা অ্যাপগুলো লক বা হাইড করার সুবিধা ব্যবহার করতে পারেন। নিচে বিভিন্ন ফোনের জন্য অ্যাপ লক বা হাইড করার পদ্ধতি দেওয়া হলো:
শাওমি, রেডমি ও পোকো
১. সেটিংসে যান
ফোনের Settings > Apps > App Lock অপশনে ক্লিক করুন।
২. হিডেন অ্যাপ ফিচার ব্যবহার করুন
এখানে Hidden Apps নামে একটি অপশন পাবেন। এটি চালু করে প্রয়োজনীয় অ্যাপগুলো হাইড করে রাখতে পারবেন।
ওয়ানপ্লাস
১. হোম স্ক্রিনে স্ট্রেচ করুন
দুটি আঙুল দিয়ে স্ক্রিনে স্ট্রেচ করলে Hidden Space খুলে যাবে।
২. অ্যাপ হাইড করুন
প্লাস (+) সাইন ক্লিক করে যেসব অ্যাপ হাইড করতে চান, সেগুলো সিলেক্ট করুন। একইভাবে আনহাইডও করতে পারবেন।
স্যামসাং
১. হোম স্ক্রিন লং প্রেস করুন
হোম স্ক্রিনে দীর্ঘক্ষণ চেপে ধরে Home Screen Settings এ যান।
২. অ্যাপ হাইড করুন
Hide Apps অপশনে গিয়ে প্রয়োজনীয় অ্যাপগুলো লুকিয়ে রাখুন।
রিয়েলমি
১. সেটিংসে যান
ফোনের Settings > Security > App Encryption অপশনে ক্লিক করুন।
২. পাসকোড সেট করুন
Privacy Passcode তৈরি করে হাইড করতে চান এমন অ্যাপগুলো সিলেক্ট করুন।
আইফোন
১. স্ক্রিন টাইম ফিচার ব্যবহার করুন
Settings > Screen Time > Use Screen Time Passcode এ গিয়ে একটি পাসকোড সেট করুন।
২. অ্যাপ লিমিট সেট করুন
App Limits এ গিয়ে নির্দিষ্ট অ্যাপ সিলেক্ট করে টাইম লিমিট (যেমন ১ মিনিট) সেট করুন। সময় পার হলে অ্যাপটি লক হয়ে যাবে।
উপকারিতা
সন্তানের ডিভাইস ব্যবহারে নিয়ন্ত্রণ থাকবে।
ব্যক্তিগত তথ্য সুরক্ষিত থাকবে।
প্রয়োজনীয় অ্যাপ লুকিয়ে ফোন স্টোরেজ বা মেসেজ সুরক্ষা নিশ্চিত হবে।
মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম