পটুয়াখালী প্রতিনিধি :
পটুয়াখালী দশমিনা উপজেলায় সন্তানের জন্মনিবন্ধন না করায় বাবাকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার সদর ইউনিয়নের সৈয়দজাফর ৭ নম্বর ওয়ার্ডের এক বাসিন্দাকে এ জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ওয়াসিউজ্জামান চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদ সচিব মো. সহিদুল ইসলাম, গ্রাম পুলিশ সদস্য শাখাওয়াত হোসেন।
সহকারী কমিশনার (ভূমি) ওয়াসিউজ্জামান চৌধুরী বলেন, তিন মাস আগে হুমায়রার জন্ম হয়। গ্রাম পুলিশ বারবার বাড়িতে গিয়ে জন্ম নিবন্ধনের কথা বললেও কোনো গুরুত্ব দেয়নি। তাই সামাজিক সচেতনতায় প্রাথমিকভাবে হুমায়রার বাবা মো. হাসান পালোয়ানকে জন্ম ও মৃত্যু নিবন্ধন আইনে পাঁচশত টাকা জরিমানা করা হয়।