বাংলাদেশের আলোচিত তরুণ র্যাপার সেজান ও হান্নান সম্প্রতি সপ্তম শ্রেণির ইংলিশ বইয়ের ‘আ নিউ জেনারেশন’ অধ্যায়ে স্থান পেয়েছেন। তাদের গানের ভূমিকা তুলে ধরা হয়েছে ছাত্র–জনতার আন্দোলনে, যেখানে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে তাদের গান ‘আওয়াজ উডা’ এবং ‘কথা ক’।
এ দুটি গান মুক্তির পরই এগুলো নারায়ণগঞ্জের এই দুই র্যাপারের জন্য জনপ্রিয়তা এনে দেয়। তাদের গানগুলো মূলত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়ে প্রেরণা হিসেবে কাজ করেছে, যা আন্দোলনের আগ্রহ বাড়িয়েছে এবং ছাত্রদের মধ্যে শক্তি সঞ্চার করেছে।
হান্নান পাঠ্যবইয়ে নিজের নাম দেখে গর্বিত। তিনি বলেন, “খুবই ভালো লাগার একটি মুহূর্ত। আমরা আগে বইয়ে অনেককে নিয়ে জানতে পারছি। পরের প্রজন্ম আমাদের নিয়ে পড়াশোনা করবে, এটা আমাদের জন্য গর্বের মুহূর্ত।” তার এই অনুভূতি সেজানও ভাগাভাগি করেছেন, যিনি নিজেও গানগুলোর মুক্তির পর নানা বিতর্কের মধ্যে পড়েছেন।
‘আওয়াজ উডা’ প্রকাশের পর হান্নান গ্রেপ্তার হন এবং ১২ দিন কারাভোগ করেন। ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পরের দিন তাকে মুক্তি দেওয়া হয়। অপরদিকে, ‘কথা ক’ প্রকাশের পর সেজান আত্মগোপনে চলে যেতে বাধ্য হন, কারণ গানটির প্রতি সরকারের বিরোধিতার বিষয়টি ছিল স্পষ্ট।
এই দুই তরুণ র্যাপারের সংগ্রাম ও প্রতিশ্রুতি তাদের নতুন প্রজন্মের কাছে অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। তারা সামাজিক এবং রাজনৈতিক বিষয়গুলো কাব্যিকভাবে উপস্থাপন করে সমাজের অঙ্গনে নতুন দৃষ্টিভঙ্গি সৃষ্টি করেছেন।
মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম