প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস জনস্বার্থে কাজ করার ব্রত নিয়ে দেশবাসীকে সমাজসেবায় এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, সমাজ সেবার মাধ্যমে সমাজে পরিবর্তন আনা সম্ভব এবং এতে প্রত্যেক মানুষের অংশগ্রহণ গুরুত্বপূর্ণ।
আজ (২ জানুয়ারি) সকালে জাতীয় সমাজসেবা দিবস-২০২৫ উপলক্ষে সমাজ সেবা অধিদপ্তর আয়োজিত ওয়াকাথন ও সমাজ সেবা সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেন অধ্যাপক ইউনূস। অনুষ্ঠানের আয়োজন করা হয় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায়, যেখানে তিনি বেলুন ও পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন।
এ সময় তিনি বলেন, “আমরা যদি আমাদের দৈনন্দিন জীবনে নিজের স্বার্থের পাশাপাশি পরের স্বার্থেও কাজ করার মানসিকতা গ্রহণ করি, তবে সমাজের বড় বড় সমস্যা সমাধানে আর কারও মুখাপেক্ষী হতে হতো না।”
অধ্যাপক ইউনূস আরও বলেন, “এটা ভুল ধারণা যে, সমাজসেবা শুধু সরকারের কাজ। ব্যক্তির শক্তি সরকারের শক্তির তুলনায় অনেক বেশি। আমাদের এই শক্তিকে জাগিয়ে তুলতে হবে।” তিনি বলেন, সমাজের সেবা করার ক্ষেত্রে সামাজিক ব্যবসা একটি বড় ভূমিকা পালন করতে পারে এবং তিনি সবাইকে সামাজিক ব্যবসায় উৎসাহিত করেন।
সমাজসেবার কাজ ব্যক্তিগত ও পরস্বার্থের সমন্বয়ে হওয়া উচিত উল্লেখ করে তিনি আরও বলেন, “যদি আমরা নিজেদের স্বার্থের পাশাপাশি পরের স্বার্থে কাজ করতে পারি, তবে সমাজে বড় ধরনের পরিবর্তন আসবে।”
ড. ইউনূস বলেন, “সমাজ সেবা প্রতিটি মানুষের দায়িত্ব। সমাজসেবা কোনো চাপিয়ে দেওয়া বিষয় নয়, এটি আমাদের দায়িত্ব।”
অধিবেশনে সমাজকল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদ এবং জুলাই বিপ্লবের তিন শিক্ষার্থীও বক্তব্য রাখেন।
মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম