চন্দ্রদ্বীপ ডেস্ক: কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা অধিকৃত পশ্চিম তীরে তাদের সম্প্রচারসহ সবরকম কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখার ফিলিস্তিনি কর্তৃপক্ষের আদেশের নিন্দা জানিয়েছে।
দখলদার ইসরায়েলের পথে হেঁটে ফিলিস্তিন কর্তৃপক্ষ আল-জাজিরার স্টাফদের বিরুদ্ধে এ পদক্ষেপ নিয়েছে বলে অভিযোগ করেছে সংবাদমাধ্যমটি।
‘উসকানিমূলক কনটেন্ট’ প্রচারের অভিযোগে বুধবার ফিলিস্তিন কর্তৃপক্ষ আল জাজিরার সম্প্রচার সাময়িক বন্ধ রাখার ওই আদেশ দেয়।
ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফার খবরে বলা হয়, ‘সংস্কৃতি, স্বরাষ্ট্র ও যোগাযোগ মন্ত্রণালয়ের মন্ত্রীরা একযোগে আল-জাজিরা চ্যানেলের সম্প্রচার ও এর কার্যালয়ের কার্যক্রম স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছেন। চ্যানেলটি এমন সব প্রতিবেদন সম্প্রচার করছে যা প্রতারণামূলক এবং বিবাদ উস্কে দিচ্ছে।”
সম্প্রচার সাময়িক বন্ধ থাকবে বলা হলেও আদেশনামায় কার্যক্রম আবার শুরুর কোনও তারিখ উল্লেখ করা হয়নি।
ফিলিস্তিন কর্তৃপক্ষের এই সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় বৃহস্পতিবার এক বিবৃতিতে আল জাজিরা বলেছে, “আল জাজিরা মেডিয়া নেটওয়ার্ক পশ্চিম তীরে তাদের কাজ এবং সংবাদ সংগ্রহ বন্ধের ফিলিস্তিনি কর্তৃপক্ষের সিদ্ধান্তের নিন্দা জানাচ্ছে। অধিকৃত ওই অঞ্চলে দ্রুত বাড়তে থাকা বিভিন্ন ঘটনা মানুষের সামনে তুলে আনা থেকে চ্যানেলটিকে বিরত রাখার চেষ্টা ছাড়া এই সিদ্ধান্ত আর কিছুই না বলেই মনে করে আল জাজিরা।”