তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম সরকারি দপ্তরে তার নাম বা আত্মীয় পরিচয় ব্যবহার করে তদবির বন্ধের জন্য সচিবদের কাছে একটি আধা-সরকারি পত্র প্রদান করেছেন। উপদেষ্টা তার পত্রে উল্লেখ করেন, সম্প্রতি কিছু অসাধু ব্যক্তি ও গোষ্ঠী তার আত্মীয় পরিচয় বা নাম ব্যবহার করে বিভিন্ন দপ্তরে অবৈধ সুবিধা নেওয়ার জন্য তদবির করছে, যা সম্পূর্ণ অনৈতিক।
এছাড়া, উপদেষ্টা নাহিদ ইসলাম পত্রে আরও জানান, তার স্বাক্ষর জাল করে দপ্তরগুলোতে আবেদন দাখিল করার চেষ্টা করা হচ্ছে, যা ইতিমধ্যে তার নজরে এসেছে। তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সতর্ক করেন, যদি কেউ তার নাম বা আত্মীয় পরিচয় ব্যবহার করে কোনো কাজ সম্পন্ন করার চেষ্টা করেন, তবে সেসব আবেদন বিবেচনা না করার জন্য অনুরোধ জানান।
আধা-সরকারি পত্রে আরও বলা হয়েছে, যদি কোনো প্রতিষ্ঠান বা দপ্তরে উপদেষ্টার নাম বা স্বাক্ষর জাল করে আবেদন করা হয়, তবে তাৎক্ষণিকভাবে তার একান্ত সচিব (উপসচিব) র. হ. ম. আলাওল কবিরকে অবহিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হয়েছে।
উপদেষ্টা তার পত্রে জনগণের আশা-আকাঙ্ক্ষার বাস্তব প্রতিফলন নিশ্চিত করতে সরকারী কর্মকর্তা-কর্মচারীদের সহযোগিতা প্রত্যাশা করেছেন। তার মতে, রাষ্ট্র সংস্কারের কাজ দ্রুত বাস্তবায়ন করতে সরকারের আন্তরিক প্রচেষ্টা চলছে এবং এর জন্য সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।
মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম