সরকারি দপ্তরে তদবির ও প্রতারণা রোধে সচিবদের উদ্দেশে কড়া বার্তা দিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোঃ নাহিদ ইসলাম। এক আধা-সরকারি পত্রে তিনি সরকারি দপ্তরে তার নাম বা পরিচয় ব্যবহার করে তদবির বন্ধের কঠোর নির্দেশ দেন।
পত্রে উপদেষ্টা বলেন, “কিছু অসাধু ব্যক্তি ও গোষ্ঠী নিজেদের ব্যক্তিস্বার্থ হাসিলের লক্ষ্যে আমার নাম বা আত্মীয় পরিচয় দিয়ে তদবির করছে। এতে আমার সুনাম ক্ষুণ্ন হচ্ছে।”
তিনি উল্লেখ করেন, “আমার স্বাক্ষর জাল করে সুপারিশ-সংবলিত আবেদন জমা দেওয়ার অভিযোগ আমার নজরে এসেছে। সংশ্লিষ্ট দপ্তরকে অনুরোধ করছি, এমন কোনো তদবির যেন বিবেচনায় না নেওয়া হয়।”
এ ধরনের প্রতারণা বা তদবির চেষ্টার ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে তাৎক্ষণিকভাবে উপদেষ্টার একান্ত সচিব র. হ. ম. আলাওল কবিরকে (উপসচিব) অবহিত করার আহ্বান জানানো হয়েছে।
জনগণের কল্যাণে কাজের প্রতিশ্রুতি:
পত্রে আরও জানানো হয়, “অন্তবর্তীকালীন সরকার জনগণের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নে আন্তরিকভাবে কাজ করছে। প্রশাসনিক কর্মকর্তাদের সহায়তায় দ্রুত রাষ্ট্র সংস্কারের বৃহৎ কর্মসূচি বাস্তবায়ন সম্ভব হবে।”
উপদেষ্টার এমন সিদ্ধান্ত সততা ও প্রশাসনিক দক্ষতা নিশ্চিত করতে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে ধারণা করছেন সংশ্লিষ্ট মহল।
মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম