বরিশাল অফিস: সরকারী বরাদ্ধের চাল আত্মসাৎ করে কালোবাজারে বিক্রির অভিযোগ এনে বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ ৬ ইউপি সদস্যের বিরুদ্ধে দুদকে মামলা। এ মামলাটি করেন একই ইউনিয়ন পরিষদের সংরক্ষিত ওয়ার্ড ৭/৮/৯ নং এর সদস্য ফাতেমা আক্তার লিপি বাদী হয়ে ১৯৪৭ সালের দূর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় মামলা দায়ের করেছেন।
মামলা সূত্রে জানাগেছে, বাবুগঞ্জ উপজেলায় গেল ১৯/০৬/২৩ খ্রিঃ তারিখে অসহায় দুঃস্থদের জন্য বরাদ্দের ৫.৯৭৯ মেট্রিক টন, ২০২২/২০২৩ অর্থবছরে ঘূর্ণিঝড় মোখা মোকাবেলার জন্য কর্মহীন অসহায় দুস্থ্য মানুষের মধ্যে বিতরণের লক্ষ্যে দূযোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের ১০ মেট্রিক টন, ১৮/০৬/২৩ খ্রিঃ ১.৬৭০ মেট্রিক টন এবং ঘুর্ণিঝড় সিত্রং মোকাবেলায় ১.৬৭০ মেট্রিক টন চাল বরাদ্দ দেয়।
বরাদ্দের এ চাল বাবুগঞ্জ উপজেলা খাদ্যগুদাম থেকে বাবুগঞ্জ উপজেলার নির্বাহী অফিসারের বরাদ্দ পত্রের মাধ্যমে মোট ১৭.৬৭০ মেট্রিক টন চাল উত্তোলন করে কালোবাজারীর সাথে জরিত অসাধু ব্যবসায়ীদের কাছে বিক্রি করে অর্থ আত্মসাৎ করেন। এ অর্থ আত্মসাতের সাথে সরাসরি মাধবপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ছিদ্দিকুর রহমান ও ইউপি সদস্যরা জরিত।
সরকারী এসব বরাদ্দ আত্মসাতের অভিযোগ এনে মাধবপাশা ইউপি চেয়ারম্যান মোঃ ছিদ্দিকুর রহমান, একই ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ মাহাবুব শিকদার, ৭ নং ওয়ার্ড সদস্যমোঃ খলিলুর রহমান, ৬নং ওয়ার্ড সদস্য মোহাম্মদ আলী বেগ, ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ শাহজাহান, ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ বশির শিকদার ও ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ আবুল বাশার হাওলাদারকে আসামি করে ২০ সেপ্টেম্বর বরিশাল জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতে দূর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় এ মামলা দায়ের করেছেন সংরক্ষিত ইউপি সদস্য ফাতেমা আক্তার লিপি।
আদালত মামলাটি আমলে নিয়ে দূর্নীতি দমন কমিশনকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ প্রদান করেন।