চন্দ্রদ্বীপ নিউজ :: অন্তর্বর্তীকালীন সরকারের কেউ কেউ আওয়ামী লীগ পুনর্বাসনের চেষ্টা করছেন বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নুর। আজ শুক্রবার বিকেলে যাত্রবাড়ীর দনিয়া কলেজে গণঅধিকার পরিষদ ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত সভায় তিনি এমন মন্তব্য করেন। ছাত্র-জনতার আন্দোলনে আহত ও নিহতদের জন্য দোয়ার আয়োজন ও স্মৃতিচারণে সভাটি আয়োজন করা হয়।
নুরুল হক নুর বলেন, ‘ছাত্র-জনতার এই আন্দোলনে যাত্রাবাড়ীর মানুষ অগ্রণী ভূমিকা পালন করেছে। এখানে কোনো নেতা ছিল না, সাধারণ মানুষই এখানে নেতৃত্ব দিয়েছে। যাত্রাবাড়ীর মানুষ বুলেটের সামনে যেভাবে প্রতিবাদ করেছে তা এই আন্দোলনে অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে। এই শহীদদের পরিবারকে মূল্যায়ন করতে হবে।’
তিনি বলেন, ‘আমরা শুনেছি নতুন করে উপদেষ্টা নিয়োগ করা হবে। আমাদের দাবি শহীদের পরিবার থেকে দুজনকে উপদেষ্টা নিয়োগ দিতে হবে। যাদের জীবনের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি তাদেরকেই মূল্যায়ন করা হচ্ছে। শহীদ পরিবারের খোঁজ না নিয়ে কেউ কেউ সচিবালয়ে নিয়োগ নিয়ে ব্যস্ত, নতুন দল গঠন নিয়ে ব্যস্ত। এই শহীদদের ত্যাগ নিয়ে কাউকে রাজনীতি করতে দেওয়া হবে না।’
গণঅধিকার পরিষদের একাংশের সভাপতি বলেন, ‘ইতোমধ্যে দেখেছি এই সরকারের কেউ কেউ আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে। তারই ধারাবাহিকতায় আওয়ামী লীগের নেতাদের জামিন দেওয়া হচ্ছে। ছাত্র-জনতার আন্দোলনের নির্দেশদাতা শেখ হাসিনাকে ফিরিয়ে এনে ফাঁসি দিতে হবে। আওয়ামী ফ্যাসিবাদকে বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসনের সুযোগ দেওয়া যাবে না।’
গণঅধিকার পরিষদ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি নাজিম উদ্দীনের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক নুরুল করিম শাকিলের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোঃ রাশেদ খাঁন, যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন, যুব অধিকার পরিষদের সভাপতি মনজুর মোর্শেদ মামুন, সাধারণ সম্পাদক নাদিম হাসান, ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নাজমুল হাসান প্রমুখ।