শিরোনাম

সরকারের চলমান উন্নয়নে ঝালকাঠিতে বদলে গেছে যোগাযোগের চিত্র

Views: 79

এস এল টি তুহিস.বরিশাল : ঝালকাঠিতে বিভিন্ন সময় নষ্ট হওয়া ছয়টি আঞ্চলিক ও জেলা মহাসড়ক পুনর্নির্মাণ করায় বদলে গেছে জেলার যোগাযোগের চিত্র। তিন শ ৬৫ কোটি টাকা ব্যয়ে সংস্কার করা এসব সড়ক দিয়ে জেলার প্রত্যন্ত অঞ্চল থেকে সহজে রাজধানীর সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে। তবে ভারী বৃষ্টিতে কয়েকটি সড়কে সৃষ্টি হয়েছে খানাখন্দ। গুরুত্বপূর্ণ এ সড়কগুলো যথাযথভাবে রক্ষণাবেক্ষণের দাবি জানিয়েছে ঝালকাঠিবাসী।

এক সময় ঝালকাঠির প্রায় সব সড়কই ছিল সরু আর খানাখন্দে ভরা। উন্নয়নের ছোঁয়ায় এখন বদলে গেছে সেই চিত্র। বরিশাল-ঝালকাঠি-রাজাপুর-ভান্ডারিয়া আঞ্চলিক মহাসড়ক, রাজাপুর-কাঠালিয়া, রাজাপুর-বেকুটিয়াসহ ছয়টি গুরুত্বপূর্ণ আঞ্চলিক সড়ক পুনর্নির্মাণ হওয়ায় স্বস্তিতে এলাকাবাসী।

তিন শ ৬৫ কোটি টাকা ব্যয়ে এসব সড়ক সংস্কার করা হয়েছে। এতে ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে জেলার প্রত্যন্ত অঞ্চলে যাতায়াত সহজ হয়েছে। একই সঙ্গে খুলনা, বরিশাল, পিরোজপুর ও বরগুনাসহ পাশের জেলাগুলোতেও সহজ হয়েছে যোগাযোগ। এলাকাবাসী বলছে, এ সড়কগুলো পুনর্নির্মাণ যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্য, বাণিজ্যসহ আর্থ-সামাজিক উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখছে।

ঝালকাঠিতে আঞ্চলিক-জেলা মহাসড়ক পুনর্নির্মাণে বদলে গেছে যোগাযোগের চিত্র ।

তবে সম্প্রতি ভারী বৃষ্টিতে কয়েকটি সড়কের কিছু কিছু স্থানে সৃষ্টি হয়েছে খানাখন্দ। স্থানীয়দের মতে, পুনর্নির্মাণ করা সড়কগুলো সংস্কার ও সঠিকভাবে রক্ষনাবেক্ষণ করতে হবে।

ঝালকাঠি সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী শেখ নাবিল হোসেন জানান, জেলার যোগাযোগের গুরুত্বপূর্ণ সড়কগুলো দ্রুত মেরামত করা হচ্ছে। বরিশাল-ঝালকাঠি-রাজাপুর-ভান্ডারিয়া আঞ্চলিক মহাসড়কের উন্নয়ন কাজ সম্পন্ন হয়েছে গত অর্থ বছরে। ৩৯ কিলোমিটার এ আঞ্চলিক মহাসড়কে তিনটি প্যাকেজে মোট ১৪০ কোটি টাকা ব্যয়ে পুনর্নির্মাণ সম্পন্ন করা হয়। তবে বৃষ্টিতে এসব সড়কগুলোর কিছু কিছু স্থানে খানাখন্দ সৃষ্টি হয়েছে, এগুলো চলমান সংস্কার প্রক্রিয়ায় মেরামত ও রক্ষানাবেক্ষণ করা হচ্ছে।

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলসহ রাজধানীর সঙ্গে যোগাযোগের গুরুত্বপূর্ণ এ সড়কগুলো যথাযথভাবে রক্ষানাবেক্ষণের ধারা অব্যাহত রাখার দাবি ঝালকাঠিবাসীর।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *