আগামী ২০ জানুয়ারি মার্কিন মসনদে বসবে যুক্তরাষ্ট্রের নতুন সরকার, তবে এর ফলে বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্কের কোনো প্রভাব পড়বে না, এমনটাই জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক একটি স্থিতিশীল ও বহমান ধারা, যা সরকার পরিবর্তনেও ঠিক থাকবে।
মো. তৌহিদ হোসেন বুধবার (১৫ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন। তিনি বলেন, “মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কোনো নির্দিষ্ট সরকারের ওপর নির্ভরশীল নয়। নতুন সরকার আসলে তাদের বক্তব্য থাকতে পারে, তবে তাতে সম্পর্কের উপর কোনো প্রভাব পড়বে না।” তিনি আরও বলেন, “আমরা স্পেকুলেশন করতে চাই না, কিন্তু যুক্তরাষ্ট্রের নতুন সরকার বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ককে কোনওভাবে ক্ষতিগ্রস্ত করবে না। সম্পর্কটি স্বাভাবিকভাবে চলতে থাকবে।”
উপদেষ্টা তৌহিদ হোসেন ভারত, চীন এবং যুক্তরাষ্ট্র—এই তিনটি দেশের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, “আমাদের সম্পর্ক অত্যন্ত গুরত্বপূর্ণ, এবং আমরা এসব দেশের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখব। আমরা কাউকে অসন্তুষ্ট করতে চাই না, তবে আমাদের নিজস্ব স্বার্থ রক্ষায় আমরা তাদের সঙ্গে সম্পর্ক বজায় রাখব।”
এদিকে, পররাষ্ট্র উপদেষ্টা ২০ জানুয়ারি চীন সফরে যাচ্ছেন। তিনি ২৪ জানুয়ারি দেশে ফিরবেন। তার এই সফর সম্পর্কে তিনি জানান, এটি তার প্রথম দ্বিপক্ষীয় সফর চীনেও, এবং এটি বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম