শিরোনাম

সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং এজেন্টকে ৭ দিনের কারাদণ্ড

Views: 66

পটুয়াখালী প্রতিনিধি : পটুয়াখালীর বাউফলের কেশবপুর ইউনিয়নের উপনির্বাচনে চেয়ারম্যান প্রার্থীর পক্ষে প্রভাব বিস্তারের অভিযোগে একটি কেন্দ্রের সহকারী প্রিজাইডিং অফিসার ও অটোরিকশা প্রতীকের পোলিং এজেন্টকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। ৯ নম্বর উত্তর মমিনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ম্যাজিস্ট্রেট এ সাজা দেন।

শনিবার (৯ মার্চ) বিকেল ৩টার দিকে ৯ নম্বর উত্তর মমিনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। সাজাপ্রাপ্ত মো. বশির উদ্দিন ওই কেন্দ্রের সহকারী প্রিসাইডিং অফিসার ও নাহিদ অটোরিকশা প্রতীকের এজেন্ট ছিলেন।

সহকারী প্রিজাইডিং অফিসার বশির উদ্দিন চাঁদকাঠি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বলে জানা গেছে। এ ছাড়া নির্বাচনের আগের দুইদিন কয়েকটি সংঘর্ষ, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাঙচুর, অগ্নিসংযোগ, আওয়ামী লীগ নেতা গ্রেপ্তারসহ বেশ কয়েকটি অপ্রীতিকর ঘটনা ঘটে। এতে ভোটারদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রতিটি কেন্দ্রে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ৬ জন পুলিশ সদস্য ও পর্যাপ্ত আনসার সদস্য দায়িত্ব পালন করছেন।
পাশাপাশি ২ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, পুলিশের স্ট্রাইকিং ফোর্স, মোবাইল টিম ও সাদা পোশাকের পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর ১৪৮ জন সদস্য নির্বাচনী মাঠে কাজ করছে।

এ ইউনিয়নে মোট ভোটার ছিলেন ২৫ হাজার ২৯০ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ১৩ হাজার ৭০ জন এবং নারী ভোটার ১২ হাজার ২২০ জন।

উল্লেখ, গত বছর আগস্ট মাসে কেশবপুর ইউনিয়নের চেয়ারম্যান সালেহ উদ্দিন পিকুর মৃত্যুতে চেয়ারম্যানের পদটি শূন্য হয়। আজ শনিবার (৯ মার্চ) ওই ইউনিয়নের চেয়ারম্যান পদের নির্বাচনের দিন ধার্য করে নির্বাচন কমিশন।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *