রংপুর রাইডার্সের দুর্দান্ত বোলিং ও সাইফ হাসানের অপরাজিত ফিফটির ওপর ভর করে ফরচুন বরিশালকে সহজেই হারিয়েছে রাইডার্স। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বরিশালকে ১৫ ওভারে ৮ উইকেট হাতে রেখে হারিয়ে রংপুর তুলে নিল টানা জয়।
মিরপুরে টস হেরে ব্যাট করতে নেমে বরিশাল ১৮.৪ ওভারে সব উইকেট হারিয়ে মাত্র ১২৪ রান সংগ্রহ করে। অধিনায়ক তামিম ইকবাল ১৮ বলে ২৮ রান করলেও অন্য ব্যাটারদের ব্যর্থতা দলকে বিপদে ফেলে। নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, কাইল মেয়ার্স, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ প্রত্যেকেই দলকে হতাশ করেন। মিডল অর্ডারের এই বিপর্যয়ের মধ্যে মোহাম্মদ নবি কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও রান আউট হয়ে যান।
১২৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে রংপুর শুরুতেই ধাক্কা খায়। অভিষিক্ত ওপেনার আজিজুল হাকিম এবং তিনে নামা তৌফিক খান তুষার দুজনই শূন্য রানে ফিরে যান। ১৫ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় রংপুর।
কিন্তু এরপর মাঠে নামেন সাইফ হাসান এবং অ্যালেক্স হেলস। তাদের ১১৩ রানের অবিচ্ছিন্ন জুটি রংপুরকে সহজ জয় এনে দেয়। সাইফ হাসান ৪৬ বলে ৬২ রান করে অপরাজিত থাকেন, আর অ্যালেক্স হেলসের ব্যাট থেকে আসে ৪৯ রান।
দলের ধারাবাহিক পারফরম্যান্সে জয়ের পথে এগিয়ে যাচ্ছে রংপুর। এই জয়ের ফলে টুর্নামেন্টে তাদের শক্ত অবস্থান আরও সুসংহত হলো।
মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম