চন্দ্রদ্বীপ ডেস্ক :: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে সাকিব আল হাসান টেস্ট ক্রিকেট থেকে বিদায় নেবেন। যদিও তাকে নিয়ে কিছু শঙ্কা ছিল, শেষ পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাকে রেখেই সিরিজের দল ঘোষণা করেছে।
দলে সাকিবসহ ভারতের বিপক্ষে খেলা স্কোয়াডে তেমন কোনো পরিবর্তন নেই। কেবল খালেদ আহমেদ বাদ পড়েছেন।
এই সিরিজটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। প্রথম টেস্ট ম্যাচটি ঢাকার শের-ই-বাংলা স্টেডিয়ামে ২১ অক্টোবর অনুষ্ঠিত হবে এবং দ্বিতীয় টেস্ট ২৯ অক্টোবর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে। প্রথম টেস্ট শেষে সাকিব টেস্ট ক্রিকেটকে বিদায় জানাবেন।
**বাংলাদেশের স্কোয়াড:**
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস (উইকেটরক্ষক), জাকের আলী, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা।