শিরোনাম

সাকিবদের বিপক্ষে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত বরিশালের

Views: 46

বরিশাল অফিস :: মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে শনিবার (২০ জানুয়ারি) ম্যাচ মাঠে গড়াবে দুপুর দেড়টায়।

দুই দলের শক্তিমত্তা, মাঠের কন্ডিশন কিংবা পরিসংখ্যান- সবকিছু হিসাবে না নিলেও শনিবারের বিপিএলের প্রথম ম্যাচটা বিশেষ কিছু। দর্শকদের আগ্রহ তো আছেই, হয়তো সাকিব-তামিমও মুখিয়ে আছেন একে অন্যের প্রতিপক্ষ হতে।

ফরচুন বরিশাল আর রংপুর রাইডার্সের দ্বৈরথকে ছাপিয়ে তাই আলোচনায় কেবল সাকিব-তামিম। দীর্ঘ সাড়ে ৬ মাসের বেশি সময় পর একই সঙ্গে দুজনকে মাঠে দেখার সুযোগ পাচ্ছেন ক্রিকেটপ্রেমীরা। মাঝের সময়টাতে যা ঘটল, তাতে দুজনের দ্বন্দ্বের বিষয়টা জেনে গেছে গোটা ক্রিকেটবিশ্ব।

শনিবার দিনের প্রথম ম্যাচে তাই আলাদা নজর ক্রিকেটপ্রেমীদের। যদিও কাগজে-কলমে শক্তিমত্তায় বেশ এগিয়ে রংপুর। চোখের চিকিৎসা শেষে রংপুরে যোগ দিয়েছেন সাকিব। প্রথম ম্যাচে তাই দলের সবচেয়ে বড় তারকাকে নিয়েই মাঠে নামতে যাচ্ছে ২০১৭ সালের চ্যাম্পিয়নরা। এছাড়া ভারত সিরিজ শেষে দলটিতে যোগ দিয়েছেন মোহাম্মদ নবিও।

অভিজ্ঞতাকে গুরুত্ব দিয়ে এবারের দল সাজিয়েছে তামিমের বরিশাল। তামিম বাদে মুশফিক রিয়াদরাও বড় ভরসার নাম ফ্র্যাঞ্চাইজিটির। এছাড়া মিরাজ-সৌম্য-খালেদ কিংবা তাইজুলদের মতো পরিচিত মুখ থাকায় দল হিসেবে বেশ ভারসাম্যপূর্ণ বরিশাল। তবে বরিশালের মূল চ্যালেঞ্জটা ফরেইন রিক্রুট নিয়ে। পিসিবির অনাপত্তিপত্র না পাওয়ায় দলটির হয়ে খেলা অনিশ্চিত ফখর জামানের। ডেভিড মিলার, পল স্টার্লিংদেরও বরিশাল পাচ্ছে না টুর্নামেন্টের শুরু থেকে। যদিও মিরাজ মনে করেন, টুর্নামেন্টে ভালো করতে দেশিরাই মূল ভূমিকা পালন করবে।

রংপুর রাইডার্স একাদশ: ব্রান্ডন কিং, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক ও অধিনায়ক), সাকিব আল হাসান, আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবি, রনি তালুকদার, শেখ মেহেদী হাসান, শামীম হোসেন, হাসান মাহমুদ, হাসান মুরাদ ও সালমান ইরশাদ।

ফরচুন বরিশাল একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), ইব্রাহিম জাদরান, সৌম্য সরকার, শোয়েব মালিক, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, ‍দুনিথ ভেল্লালাগে, খালেদ আহমেদ, রাকিবুল হাসান ও মোহাম্মদ ইমরান।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *