মো: আল-আমিন (পটুয়াখালী): পটুয়াখালীর কলাপাড়ায় আলীপুর মৎস্য বন্দরে ৪০ কেজি ওজনের একটি পাখি মাছ (সেইল ফিশ) বিক্রি করা হয়েছে।
শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সকালে আলীপুর মৎস্য অবতরণ কেন্দ্রে মাছটি নিয়ে আসেন এক জেলে।
পরে বন্দরের জালাল ঘরামি নামে এক পাইকার ১৩ হাজার টাকায় মাছটি কিনে নেন।
ওই জেলে বলেন, গত তিনদিন আগে মাছটি আমরা জালে পেয়েছি, আজকে আলীপুর এসে বিক্রি করলাম। সাধারণত বছরে দু-একবার এরকম বড় আকারের পাখি মাছ পাওয়া যায়।
মৎস্য ব্যবসায়ী জয়নাল ঘরামি বলেন, এ মাছগুলো বেশ দ্রুত গতিসম্পন্ন তাই অনেকে পাখি নামেও চিনে থাকে। বছরের এ মৌসুমে মাছগুলো জেলেদের জালে ধরা পরে। বেশ সুস্বাদু হওয়ায় এই মাছের চাহিদা অনেক বাজারে।
পাইকার জালাল ঘরামি বলেন, আজকের মাছটি ১৩ হাজার টাকায় কুয়াকাটার গাজী রেস্তোরাঁ কিনে নিয়েছে। আমি মূলত মাছ কিনে বিভিন্ন জায়গায় বিক্রি করি।
কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, মাছগুলো খেতে বেশ সুস্বাদু হওয়ার দেশের বাইরে বেশ চাহিদা রয়েছে। এর ইংলিশ নাম সেইল ফিশ।