পটুয়াখালী প্রতিনিধি :: বঙ্গোপসাগর উত্তাল থাকায় ইলিশের ভরা মৌসুমে ট্রলারশূন্য হয়ে গেছে বঙ্গোপসাগর। ৬৫ দিনের নিষেধাজ্ঞা শেষে সাগরে গিয়েছিলেন হাজার হাজার জেলে। কিন্তু তাদের মাছ না ধরেই ফিরে আসতে হয়েছে। ফলে কাঙ্ক্ষিত ইলিশ না পেয়ে হতাশ জেলেরা।
প্রবল ঢেউয়ে টিকতে না পেরে উপকূলের চরমোন্তাজ, সোনার এলাকায় সব মাছ ধরা ট্রলার ঘাটে ফিরে এসেছে বলে মৎস্য সংশ্লিষ্টরা জানিয়েছেন।
এদিকে দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে সাগর থেকে ফেরার সময় সোনার চর সংলগ্ন সাগরে ঢেউয়ের কবলে পড়ে পটুয়াখালীর রাঙ্গাবালীর ১৫ মাঝিমাল্লা নিয়ে জেলে ট্রলার ডুবির ঘটনা ঘটেছে।
গত শুক্রবার বিকেল ৩ টার দিকে তবে ডুবে যাওয়া ট্রলারের সব জেলেকে উদ্ধার হয়েছে। কিন্তু ট্রলারটি উদ্ধার করা যায়নি।
চরমোন্তাজ ফিশিং ট্রলার মালিক সমিতির সভাপতি মো.কামাল ব্যাপারি জানান, ক্রমশই ফুঁসছে সাগর। সাগর উত্তল থাকায় ট্রলার নিকটবর্তী নিরাপদ স্থানে ফিরে আসছে। বর্তমানে সাগরে কোনো ট্রলার নেই। সাগর একেবারে ফাঁকা হয়ে গেছে।