মো:আল-আমিন,পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ায় সাত ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার (৯ অক্টোবর) দুপুরে পৌরশহরের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে মূল্য তালিকা না থাকা, বি,এস,টি আই এর অনুমোদন ব্যতীত মালামাল বিক্রি এবং অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য তৈরি করার দায়ে এ জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শাহ্ সোয়াইব মিয়া।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্যানেটারি কর্মকর্তা মৃণাল চন্দ্র দেবনাথ ও কলাপাড়া পুলিশ সদস্যরা।
আমির বেপারীকে পাঁচ হাজার টাকা, মো.ইব্রাহিমকে পাঁচ হাজার, গাজী আনোয়ারকে এক হাজার পাঁচশত, আরিফুল ইসলামকে দুই হাজার, আবুবক্করকে আড়াই হাজার টাকা, আল-মদিনা হোটেলকে আট হাজার এবং আনিকা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে ছয় হাজার টাকা জরমিানা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শাহ্ সোয়াইব মিয়া জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৭ ব্যাবসায়ীকে এ জরিমানা করা হয়েছে। এ কার্যক্রম অব্যাহত থাকবে।