![](https://i0.wp.com/www.chandradipnews24.com/wp-content/uploads/2025/02/new-vision-1.gif?resize=971%2C91&ssl=1)
চন্দ্রদ্বীপ ডেস্ক : দক্ষিণী অভিনেত্রী রাশমিকা মান্দানা বিভিন্ন কারণে সংবাদের শিরোনাম হয়ে থাকেন। কখনও সিনেমার কারণে কখনও আবার তার বহুচর্চিত বয়ফ্রেন্ডকে নিয়ে। যা নিয়ে নেটিজেনরা বেশ আলোচনা-সমালোচনা করে থাকেন।
এক সাক্ষাৎকারে এবার প্রেম জীবন নিয়ে কথা বলেছেন। তিনি জানিয়েছেন, তার জীবনেও একজন সঙ্গী রয়েছেন। রশ্মিকা বলেন, ‘নিজের বাড়ি, আমার জীবনে সবচেয়ে আনন্দের জায়গা। আমি সেখানে শান্তি খুঁজে পাই। মনে হয়, শিকড়ের সঙ্গে জুড়ে আছি।’
![](https://i0.wp.com/www.chandradipnews24.com/wp-content/uploads/2025/02/payra-sm.jpg?resize=800%2C450&ssl=1)
‘আসলে সাফল্য আসবে, যাবে। এটা চিরস্থায়ী নয়। কিন্তু, বাড়িতে এক অন্য শান্তি। আমার জীবনেও অনেক কাছের মানুষ আছেন। আমিও কারও বোন, কারও মেয়ে, কারও আবার সঙ্গী। জনপ্রিয়তা যার যার নিজের জায়গায়। আমি আসলে এই জীবনকে খুব উপভোগ করি।’