শিরোনাম

সাবমেরিন ক্যাবলের রক্ষণাবেক্ষণে আজ দিবাগতো রাতে  সাময়িক ইন্টারনেট ব্যাঘাতের সম্ভাবনা

Views: 12

বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি (বিএসসিপিএলসি) রোববার (১ ডিসেম্বর) রাতে সিমিইউ-৪ সাবমেরিন ক্যাবলের রক্ষণাবেক্ষণের কাজ শুরু করবে। এ জন্য দেশের ইন্টারনেট সেবায় তিন ঘণ্টার জন্য সাময়িক ব্যাঘাত ঘটার আশঙ্কা রয়েছে।

রোববার দিবাগত রাত ৩টা থেকে ভোর ৫টা ৫৯ মিনিট পর্যন্ত সিমিইউ-৪ সাবমেরিন ক্যাবলের চেন্নাই ও সিঙ্গাপুর প্রান্তে ত্রুটি নিরসনের জন্য কাজ চলবে। কক্সবাজারের ল্যান্ডিং স্টেশন থেকে শুরু হয়ে এই কাজ চেন্নাই ল্যান্ডিং স্টেশন এবং সিঙ্গাপুরের টুয়াস ল্যান্ডিং স্টেশনের কাছাকাছি অংশে পরিচালিত হবে। ফলে এই সময়ে সিমিইউ-৪ রুটে ইন্টারনেট সেবা সাময়িকভাবে বিঘ্নিত হতে পারে।

বিএসসিপিএলসি জানিয়েছে, এই সাময়িক অসুবিধার জন্য তারা আন্তরিকভাবে দুঃখিত। প্রতিষ্ঠানটি সিমিইউ-৪ এবং সিমিইউ-৫ সাবমেরিন ক্যাবল সিস্টেমের মাধ্যমে বাংলাদেশে উচ্চগতির ইন্টারনেট সেবা নিশ্চিত করে থাকে।

বাংলাদেশ বর্তমানে সিমিইউ-৪ এবং সিমিইউ-৫ সাবমেরিন ক্যাবল ব্যবস্থার মাধ্যমে আন্তর্জাতিক ভয়েস ও ডেটা সেবা পরিচালনা করছে। সিমিইউ-৪ এর ল্যান্ডিং স্টেশন কক্সবাজারে এবং সিমিইউ-৫ এর ল্যান্ডিং স্টেশন পটুয়াখালীর কুয়াকাটায় অবস্থিত।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *