কমলাপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের প্রথম ম্যাচে আতাউর রহমান কলেজ ৮-২ গোলে সদ্যপুষ্করণীকে হারায়। সাগরিকা হ্যাটট্রিক, হালিমা, রিপা,তহুরা ও স্বপ্না রাণী একটি করে গোল করেন। দ্বিতীয়ার্ধে সদ্য পুষ্করণীর তাষ্পিয়া আক্তার তিশা ৬০ ও ৬৩ মিনিটে দুই গোল পরিশোধ করেন।
দিনের পরের ম্যাচে নাসরিন স্পোর্টস একাডেমী ১০-০ গোলে উত্তরা ফুটবল ক্লাবকে হারিয়েছে। নাসরিন স্পোর্টস একাডেমীর মনিকা চাকমা হ্যাটট্রিক করেন। শামুসন্নাহার ও অধিনায়ক সাবিনা খাতুন জোড়া গোল করেন। মার্জিয়া, সুমাইয়া, কৃষ্ণা রাণী একটি করে গোল করেন।
চলমান নারী লিগে নাসরিন স্পোর্টস একাডেমী এখনো কোনো ম্যাচ হারেনি। আতাউর রহমান ভূইয়া কলেজ স্পোর্টিং ক্লাব লিগের উদ্বোধনী ম্যাচে সেনাবাহিনীর বিপক্ষে হেরেছিল। জাতীয় দলের সাবেক কোচ গোলাম রব্বানী ছোটন এখনো লিগে অপরাজিত