শিরোনাম

সাবেক এমপি ধীরেন্দ্র দেবনাথ শম্ভু ও তার স্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির মামলা

জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জনের অভিযোগে বরগুনা-১ আসনের সাবেক সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভু ও তার স্ত্রী মাধবী দেবনাথের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ বুধবার দুদকের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এক ব্রিফিংয়ে জানান, দুদকের সহকারী পরিচালক মো. রুহুল হক দুদকের জেলা কার্যালয়, ঢাকা-১ এ মামলাগুলো দায়ের করেন।

অভিযোগের বিস্তারিত

মামলার এজাহারে উল্লেখ করা হয়, ধীরেন্দ্র দেবনাথ শম্ভু দায়িত্বশীল পদে থেকে অবৈধ উপায়ে ৫ কোটি ৪১ লাখ ২০ হাজার ১২৫ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জন করেছেন। এছাড়া, তার ১৬টি ব্যাংক হিসাবে ৪১ কোটি ৯৩ লাখ ২৫ হাজার ৭০২ টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া গেছে। এ অভিযোগে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারা, মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪(২) ও ৪(৩) ধারা এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় মামলা করা হয়েছে।

স্ত্রী মাধবী দেবনাথের বিরুদ্ধে অভিযোগ

ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর স্ত্রী মাধবী দেবনাথও জ্ঞাত আয়ের উৎসের বাইরে ২ কোটি ২ লাখ ৪১ হাজার ৪০৪ টাকার সম্পদ অর্জন করেছেন বলে অভিযোগ রয়েছে। পাশাপাশি, তিনি ৭টি ব্যাংক হিসাবে ৮ কোটি ৪৫ লাখ ৬১ হাজার ২৭৮ টাকার সন্দেহজনক লেনদেন করেছেন।

এ অভিযোগে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারা, মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪(২) ও ৪(৩) ধারা, ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারা এবং দণ্ডবিধির ১০৯ ধারায় মামলা দায়ের করা হয়েছে।

পরিবারের অন্যান্য সদস্যদের সম্পদ অনুসন্ধান

ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর ছেলে সুনাম দেবনাথ, পুত্রবধূ কাসপিয়া তালুকদার ও মেয়ে শুক্লা দেবনাথের বিরুদ্ধেও অবৈধ সম্পদ অর্জনের তথ্য পেয়েছে দুদক।

সুনাম দেবনাথ: ৯৬ লাখ ৫৮ হাজার ৪৪৩ টাকার সম্পদ

কাসপিয়া তালুকদার: ৪৯ লাখ ৮৮ হাজার ৪০০ টাকার সম্পদ

শুক্লা দেবনাথ: ৬৮ লাখ ৯১ হাজার টাকার সম্পদ

এই তিনজনের বিরুদ্ধে সম্পদের সঠিক হিসাব প্রদানের জন্য সম্পদ বিবরণী জমা দেওয়ার আদেশ জারির সুপারিশ করা হয়েছে।

পরবর্তী পদক্ষেপ

দুদক সূত্র জানায়, মামলাগুলোর তদন্ত শিগগিরই শুরু হবে এবং প্রয়োজনীয় প্রমাণ সংগ্রহ করে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

 

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 

image_pdfimage_print