Views: 31
চন্দ্রদ্বীপ নিউজ :: বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে সুনামগঞ্জ-৫ আসনের সাবেক এমপি মুহিবুর রহমান মানিক ওরফে বোমা মানিককে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
মঙ্গলবার (৮ অক্টোবর) রাতে ঢাকার ভাটারা থানাধীন একটি আবাসিক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
সুনামগঞ্জ শহরে গত ৪ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ২ সেপ্টেম্বর সদর মডেল থানায় একটি মামলা হয়। এই মামলায় মুহিবুর রহমান মানিক সহ ৯৯ জনকে আসামি করা হয়।
জেলার দোয়ারাবাজার উপজেলার জহুর আহমদ হামলার ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আহত হলে তার বড় ভাই হাফিজ আহমদ বাদী হয়ে দ্রুত বিচার আইনে মামলা করেন।