শিরোনাম

সাবেক কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক গ্রেপ্তার

Views: 36

চন্দ্রদ্বীপ ডেস্ক :: আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাককে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (১৪ অক্টোবর) রাতে রাজধানীর ইস্কাটন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপকমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

ড. আব্দুর রাজ্জাক টাঙ্গাইল-১ (মধুপুর ও ধনবাড়ী) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে ২০০১, ২০০৮, ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি ২০০৯ থেকে ২০১২ সাল পর্যন্ত খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন এবং ২০১২ থেকে ২০১৪ সালের জানুয়ারি পর্যন্ত খাদ্য মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন। ২০১৯ সালের ৭ জানুয়ারি থেকে শেখ হাসিনার চতুর্থ মন্ত্রিসভায় তিনি কৃষি মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তবে সম্প্রতি শেখ হাসিনার সর্বশেষ মন্ত্রিসভায় তার স্থান হয়নি।

জুলাই-অগাস্টে সরকারি চাকরিতে কোটা সংস্কার নিয়ে আন্দোলনের পরবর্তী পরিস্থিতিতে দেশের বিভিন্ন শীর্ষ পর্যায়ের আওয়ামী লীগের নেতা ও মন্ত্রীরা গ্রেপ্তার হচ্ছেন। তারই ধারাবাহিকতায় সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাকও গ্রেপ্তার হলেন। তিনি শেখ হাসিনা সরকারের পতনের পর জনসমক্ষে আর দেখা যাননি।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *