মো:আল-আমিন, পটুয়াখালী : পটুয়াখালী-১ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়ার স্ত্রী শাহজাহান মমতাজ মারা গিয়েছেন।
আজ শুক্রবার (২৬ জানুয়ারি) সকালে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
স্বজনরা জানিয়েছেন, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে।
মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৭৫ বছর।
শাহজাহান মমতাজের শোক প্রকাশ করেছেন পটুয়াখালীর বর্তমান সংসদ সদস্যবৃন্দসহ স্থানীয় নেতাকর্মীরা। তারা মৃতের বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
আজ বিকেল ৩টায় শাহজাহান মমতাজের জানাজা অনুষ্ঠিত হয় ঢাকার সংসদ সদস্য ভবন নং-৪ এ।
এছাড়া আগামীকাল শনিবার তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে সকাল ১১টায় পটুয়াখালী শেখ রাসেল স্কয়ারে।
উল্লেখ্য, কয়েক মাস আগেই মারা গিয়েছেন সাবেক ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া।