শিরোনাম

সাবেক প্রতিমন্ত্রী ও স্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির মামলা

Views: 8

সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিববুর রহমান এবং তাঁর স্ত্রী ফাতেমা আক্তারের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) পৃথক দুটি মামলা দায়ের করেছে। তাঁদের বিরুদ্ধে মোট প্রায় ১১ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন এবং মানিলন্ডারিংয়ের অভিযোগ উঠেছে।

আজ সোমবার (২৩ ডিসেম্বর) দুদকের সহকারী পরিচালক মিনহাজ বিন ইসলাম পটুয়াখালী সমন্বিত জেলা কার্যালয়ে মামলাগুলো করেন। দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

মহিববুর রহমানের বিরুদ্ধে ৭ কোটি ৬৪ লাখ ৩১ হাজার ৪৭৯ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। এ ছাড়া তাঁর ২৩টি ব্যাংক হিসাবে ২৩ কোটি ৭২ লাখ ৩৭ হাজার ৫৭৬ টাকার লেনদেনের মাধ্যমে মানিলন্ডারিংয়ের অভিযোগ রয়েছে।

দ্বিতীয় মামলায় আসামি হয়েছেন মহিববুর রহমান ও তাঁর স্ত্রী ফাতেমা আক্তার। ফাতেমার বিরুদ্ধে ৩ কোটি ৯২ লাখ ১৯ হাজার ৭৫২ টাকার অবৈধ সম্পদ অর্জন এবং ১১টি ব্যাংক হিসাবে ১৫ কোটি ৫১ লাখ ৮৪ হাজার টাকার মানিলন্ডারিংয়ের অভিযোগ আনা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, স্বামীর অবৈধ সম্পদ থেকে ফাতেমা সম্পদশালী হয়েছেন।

দুদকের মামলার প্রক্রিয়া শুরু হওয়ার পর বিষয়টি নিয়ে পটুয়াখালীজুড়ে আলোচনা চলছে। এই মামলাগুলোকে দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের উদাহরণ হিসেবে দেখা হচ্ছে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *