Views: 23
চন্দ্রদ্বীপ ডেস্ক :: গোপালগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী লেফটেন্যান্ট কর্নেল (অব.) ফারুক খানকে র্যাবের অভিযানে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার রাতে তাকে গ্রেপ্তারের পর ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়। ফারুক খান একাধিক মামলার আসামি, যার মধ্যে রয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হতাহতের ঘটনায় দায়ের করা মামলা।
এ বিষয়ে ডিএমপির অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক নিশ্চিত করেছেন। ফারুক খান আগে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন এবং আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য হিসেবে রাজনৈতিক কার্যক্রমে যুক্ত ছিলেন।