শিরোনাম

সামান্থা রুথ প্রভুর বাবা আর নেই

Views: 8

ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু তার প্রিয় বাবা জোসেফ প্রভুকে হারালেন। শুক্রবার (২৯ নভেম্বর) তিনি মারা যান, তবে তার মৃত্যুর সঠিক কারণ এখনও জানা যায়নি।

আজ সন্ধ্যায় সামান্থা তার ইনস্টাগ্রাম স্টোরিতে এক হৃদয়বিদারক পোস্ট দিয়েছেন, যেখানে তিনি লিখেছেন, “বাবা, যতক্ষণ না তোমার সঙ্গে পুনরায় দেখা হয়।” পাশাপাশি তিনি একটি ভাঙা হৃদয়ের ইমোজি দিয়েছেন, যা তার দুঃখের পরিমাণ নির্দেশ করে।

তেলেগু সিনেমার অভিনেতা তেজা সাজ্জা এক্স (টুইটার) এ পোস্ট করে, “আপনি আপনার বাবার সঙ্গে ভাগ করা স্মৃতিতে শান্তি খুঁজে পেতে পারেন। প্রিয় সামান্থা রুথ প্রভু এবং তার পরিবারের প্রতি গভীর সহানুভূতি জানাচ্ছি,” এমনটা লিখেছেন তিনি।

জোসেফ প্রভু এবং নিনেট প্রভুর কন্যা সামান্থা রুথ প্রভু। জোসেফ প্রভু তেলেগু অ্যাংলো-ইন্ডিয়ান হলেও, তার মা নিনেট মালায়ালি সিরিয়ান। ১৯৮৭ সালে চেন্নাইয়ে জন্মগ্রহণ করা সামান্থা ২০১০ সালে চলচ্চিত্রে তার পা রাখেন। সামান্থা রুথ প্রভু বারবার তার বাবার অবদান স্বীকার করেছেন, যিনি তার ক্যারিয়ারে নানা চ্যালেঞ্জ মোকাবিলা করতে তাকে সাহস যুগিয়েছেন।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম
image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *