শিরোনাম

সালমনকে ভাই বানাতেও রাজি ঐশ্বর্যা!

Views: 55

চন্দ্রদ্বীপ বিনোদন ডেস্ক: বচ্চন পরিবারে নাকি চিড় ধরেছে। বলিপাড়ায় এই কানাঘুষোর মধ্যেই দীপাবলির এক পার্টিতে এক ছাদের তলায় দেখা গিয়েছিল প্রাক্তন ঐশ্বর্যা রাই বচ্চন ও সলমন খানকে।

বচ্চন পরিবারে চিড় ধরেছে। গত কয়েক মাস ধরে বলিপাড়ায় তেমনটাই কানাঘুষো। চলতি মাসের প্রথম দিকে নিজের ৫০তম জন্মদিন একাই কাটিয়েছিলেন প্রাক্তন বিশ্বসুন্দরী ঐশ্বর্যা রাই বচ্চন। ১ নভেম্বর স্রেফ মেয়ে আরাধ্যা বচ্চন ও মা বৃন্দা রাইকে পাশে নিয়ে নিজের বিশেষ দিন উদ্‌যাপন করেছিলেন অভিনেত্রী। সে দিন তাঁর পাশে দেখা যায়নি স্বামী অভিষেক বচ্চন বা বচ্চন পরিবারের অন্য কোনও সদস্যকে।

সমাজমাধ্যমের পাতাতেও দায়সারা ভাবে স্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছিলেন জুনিয়র বচ্চন। সম্প্রতি পোশাকশিল্পী মণীশ মলহোত্রর দীপাবলির পার্টিতেও অভিষেকহীন ছিলেন ঐশ্বর্যা। তবে সেই পার্টিতে একই ছাদের তলায় দেখা গিয়েছিল তাঁর প্রাক্তন প্রেমিক সলমন খানকে। সমাজমাধ্যমের পাতায় ভাইরাল হয়েছিল এমন একটি ভিডিয়ো যা দেখে মনে হয়েছিল, একে অপরকে পার্টিতে জড়িয়ে ধরেছেন দুই প্রাক্তন। যদিও পরে জানা যায়, সেই ভিডিয়োর মহিলা আদপে ঐশ্বর্যা ছিলেন না। তবে কানাঘুষো, ভাইজানের সঙ্গে নাকি অতীতের তিক্ততা কিছুটা হলেও কমেছে প্রাক্তন বিশ্বসুন্দরীর। তবে এটা ‘দুষ্টু লোক’দের রটনা কি না, তা নিয়ে সংশয় রয়েছে বই কি। কারণ, প্রকাশ্যে সলমন বা ঐশ্বর্যা, কেউই তাঁদের অতীত নিয়ে কথা বলেন না।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *