শিরোনাম

সালমানকে না পেয়েই ৫০ বছরেও বিয়ে করেননি দিব্যা দত্ত

Views: 34

চন্দ্রদ্বীপ ডেস্ক: বলিউডের আলোচিত অভিনেত্রী দিব্যা দত্ত। ক্যারিয়ারে অনেক হিট সিনেমায় কাজ করেছেন। ২০০৪ সালে শাহরুখ খান এবং প্রীতি জিনতার বীর-জারাতেও অভিনয় করেছেন। যেটি এখন আবার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। ইতোমধ্যেই ১০০ কোটি বক্স অফিস কালেকশন এনে দিয়েছে।

এই সিনেমায়‘শাব্বো’ চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন দিব্যা দত্ত। শাহরুখ-প্রীতির পরে তার চরিত্রটি ছিল চোখে পড়ার মতো।

১৯৯৪ সালে ‘ইশক মে জিনে কো জি লেট হ্যায়’ চলচ্চিত্রের মাধ্যমে অভিনয় জীবন শুরু করেন দিব্যা। পরের বছর ১৯৯৫ সালে, তিনি সালমান খানের সঙ্গে ‘বীরগতি’ সিনেমায় অভিনয় করেন। সালমানের নায়িকা হিসেবে কাজ করলেও ছবিটি বক্স অফিসে ফ্লপ হয়েছিল।

এরপর দিব্যা চলচ্চিত্রে সহ-অভিনেত্রী হিসেবে কাজ শুরু করেন। ১৯৯৯ সালে রোম‍্যান্টিক ড্রামা ফিল্ম ‘শহীদ-ই-মহব্বত বুটা সিং’ এর মাধ্যমে আবারও দর্শকমহলে পরিচিত পান তিনি। ‘আজা নাচলে’-তে মাধুরী দীক্ষিতের সঙ্গেও কাজ করেন l

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *