শিরোনাম

পটুয়াখালীতে সালিশে এক কামড়ে আঙুল নিয়ে পলায়ন

Views: 48

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর বাউফল উপজেলায় সালিশ বৈঠকে বিমল মালাকার ওরফে বিট্রিশ নামে এক যুবক কামড় দিয়ে আঙুল বিচ্চিন্ন করেছেন এক দর্জির। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বাউফল পৌর শহরের কুন্ডুপট্টি এলাকায় এ ঘটনা ঘটে।

গুরুতর আহত অরুন মালাকার উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসাধীন। তিনি পৌর শহরের বরিশাল টেইলার্সের মালিক।

জানা গেছে, সম্প্রতি স্ত্রী হত্যার অভিযোগে কারাভোগ করে বের হয়ে আসেন বিট্রিশ। বৃহস্পতিবার রাতে এ নিয়ে সালিশ বৈঠক বসলে অরুন মালাকার বিট্রিশের বিরুদ্ধে নানা অভিযোগ তোলেন। এ নিয়ে বিট্রিশ ক্ষিপ্ত হয়ে অরুনের ডান হাতের তর্জনীর মাথা কামড়ে নিয়ে পালিয়ে যান। উপস্থিত লোকজন অরুনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রশান্ত কুমার সাহা বলেন, ‘অরুণের আঙুলের মাথা একেবারেই বিচ্ছিন্ন হয়ে গেছে। আমরা প্রাথমিকভাবে মাথাটা সেলাই দিয়ে দিয়েছি। যদি কোনো ইনফেকশন হয় তাহলে উন্নত চিকিসা নিতে হবে।’

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, তাদের কাছে এ ব্যাপারে কোনো অভিযোগ যায়নি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *