চন্দ্রদ্বীপ ডেস্ক :: বাংলাদেশের সাংস্কৃতিক সাংবাদিকদের সংগঠন কালচারাল জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ (সিজেএফবি) তাদের ২৫তম কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেছে। ২০২৪-২৫ মেয়াদে এসএটিভির বার্তা সম্পাদক এনাম সরকারকে সভাপতি এবং দৈনিক আজকের পত্রিকার বিনোদন বিভাগীয় প্রধান এম এস রানাকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়েছে।
এই নতুন কমিটিতে সহ-সভাপতি হিসেবে রয়েছেন এটিএন বাংলার এ্যাডিশনাল ভাইস প্রেসিডেন্ট কামরুজ্জামান মাসুম এবং সমকালের সাব এডিটর রাসেল আজাদ বিদ্যুৎ। এছাড়া প্রধান উপদেষ্টা পদে রয়েছেন রেডিও আমার-এর তামিম হাসান।
কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ সদস্যরা হলেন জাহিদ শাওন (সাংগঠনিক সম্পাদক), শারমিন জাহান (সাংস্কৃতিক সম্পাদক), মীর নাসিফ আক্তার শুভ (প্রচার সম্পাদক), এমদাদুল হক মিল্টন (দফতর সম্পাদক), নাজমুল আহসান তালুকদার (সাহিত্য সম্পাদক), সানজানা আইভী (ক্রীড়া সম্পাদক), এবং মেহনাজ পারভীন (অর্থ সম্পাদক)।
এই নতুন কমিটি সিজেএফবি’র ১৭ অক্টোবর ২০২৪ তারিখে গুলশানে অনুষ্ঠিত কার্যনির্বাহী কমিটির সভায় সর্বসম্মতিক্রমে গঠন করা হয়।