ওয়েব ফিল্মের এই গল্পে দেখা যাবে, তিনটি ফ্লপ সিনেমার পর চার নম্বর সিনেমা সুপারহিট, সঙ্গে ন্যাশনাল অ্যাওয়ার্ড! নায়িকা রূপা মির্জা হয়ে ওঠেন টক অব দ্য শোবিজ। এই সাকসেস সেলিব্রেট করতে তিনি এক পার্টির আয়োজন করেন। যেখানে তার পুরনো অতীত সামনে চলে আসে। পুরনো ক্ষত, পাপ কিংবা লোভের গল্পে রাত বাড়তে থাকে আর বাড়তে থাকে লাশ!
ইতোমধ্যেই দীপ্ত প্লে-তে মুক্তি পেয়েছে ‘পয়জন’। যেখানে রূপা মির্জা হিসেবে নায়িকার চরিত্রে অভিনয় করেছেন তানজিন তিশা।
ওয়েব ফিল্মটি মুক্তি উপলক্ষে সোমবার সন্ধ্যায় আয়োজন করা হয়েছিল জমজমাট প্রিমিয়ার শো। যেখানে পরিচালক সঞ্জয় সমদ্দার, প্রধান চরিত্রের তানজিন তিশা ও আবু হুরায়রা তানভীর, দীপ্ত টিভির উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।