শিরোনাম

সিরিয়ার অন্তর্বর্তী সরকারের প্রেসিডেন্ট হলেন শারা

সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদকে উচ্ছেদ অভিযানে নেতৃত্বদানকারী আহমেদ আল শারা দেশটির অন্তর্বর্তী সরকারের প্রেসিডেন্ট হিসেবে মনোনীত হয়েছেন। ৩০ জানুয়ারি, ২০২৫ তারিখে সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানার বরাতে এ খবর নিশ্চিত করেছে বার্তাসংস্থা রয়টার্স।

রয়টার্সের প্রতিবেদনে জানা যায়, বাশার আল আসাদ এবং তার নেতৃত্বাধীন সরকারকে উৎখাত করতে সামরিক গোষ্ঠী ও রাজনৈতিক দলগুলোর নেতারা এক বৈঠকে শারা-কে অন্তর্বর্তী রাষ্ট্রপতি হিসেবে মনোনয়ন দিয়েছেন। এই বৈঠকটি “সিরীয় বিপ্লবের বিজয়” নামক একটি ঐতিহাসিক সমাবেশ ছিল, যেখানে শারা নিজেও উপস্থিত ছিলেন। বৈঠকে শারা-কে মন্ত্রিসভা গঠনের দায়িত্ব দেওয়া হয়েছে, যাতে তিনি অন্তর্বর্তী সরকার পরিচালনা করতে পারেন।

একটি সামরিক কর্মকর্তা হাসান আবদেল ঘানি সানাকে জানান, “আগামী নির্বাচনের আগ পর্যন্ত শারা দেশের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন। নির্বাচনের পর নতুন সরকার ক্ষমতায় আসলে, তারা সিরিয়ার প্রতিনিধিত্ব করবে।” এছাড়া, বাশার আল আসাদের পতনে অংশগ্রহণকারী সশস্ত্র গোষ্ঠীগুলোর বিলোপ এবং তাদের সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীতে অন্তর্ভুক্তির সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

প্রেসিডেন্ট হিসেবে শারা মনোনীত হওয়ার পর জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে তিনি বলেন, “সিরিয়ার সরকার ব্যবস্থায় বর্তমান শূন্যতা বৈধ এবং আইনানুগভাবে পূরণ করা হবে।” তিনি আরো বলেন, “আন্তবর্তী সরকারের প্রধান লক্ষ্য একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সিরিয়ায় যথাযথ সরকার প্রতিষ্ঠা করা এবং সে জন্য রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ে আমূল সংস্কারের প্রয়োজন।”

শারা আরও জানান, সিরিয়ার জন্য নতুন সংবিধান গ্রহণ করা হবে, যা তৈরি করতে প্রায় তিন বছর সময় লাগতে পারে।

এছাড়া, গত ডিসেম্বরে সিরিয়ায় সরকারবিরোধী রাজনৈতিক দল ও সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীর অভিযানে বাশার আল আসাদের সরকারের পতন ঘটে। সে সময় আসাদ পরিবারসহ দেশ থেকে পালিয়ে রাশিয়ায় আশ্রয় নেয়। আহমেদ আল শারা ছিলেন ওই অভিযানে নেতৃত্ব দেওয়া শীর্ষ কমান্ডার এবং গোষ্ঠী হায়াত তাহরির আল শামসের প্রধান সংগঠক।

মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

image_pdfimage_print